shono
Advertisement
Uday Shankar

হাসপাতালে মরণ-বাঁচন লড়াই, 'আত্মারাম'কে বাঁচাতে অভিনব উদ্যোগ টলিউডের

‘ভূতের ভবিষ্যৎ’, ‘রয়্যাল বেঙ্গল রহস্য’, ‘আশ্চর্য প্রদীপ’, ‘প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো’র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন উদয় শংকর পাল।
Posted: 04:15 PM May 06, 2024Updated: 04:15 PM May 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারাটা জীবন থিয়েটারকে দিয়েছেন উদয় শংকর পাল। সিনেমায় চরিত্রের স্ক্রিনটাইম কত, তা নিয়ে বিশেষ মাথা ঘামাননি। ছোট ছোট চরিত্রেই মানুষের মনে জায়গা করে নিয়েছেন। ঠিক যেমন ‘ভূতের ভবিষ্যৎ’-এর বিহারি রিকশাওয়ালা ‘আত্মারাম’। সেই মানুষটাই আজ ক্যানসারের সঙ্গে লড়াই করছেন।

Advertisement

শিল্পীর শারীরিক অবস্থার কথা জানতে পেরে, তাঁর চিকিৎসার জন্য অভিনব উদ্য়োগ নিলেন সন্দীপ রায়, লগ্নজিতা, অনিক দত্ত, নির্মল ধরের মতো ব্যক্তিত্বরা। এর ফেসবুক পোস্টে তাঁরা লিখলেন, ''আমরা প্রত্যেকেই জানি, অভিনেতা উদয় শংকর পাল ফুসফুসের ক্যানসারে আক্রান্ত। আর্থিক অভাব ও একাকিত্ব এই মুহূর্তে উদয়দার সঙ্গী। এই মুহূর্তে তাঁর প্রয়োজন পর্যাপ্ত চিকিৎসার। তাই, আমরা আমাদের প্রিয় অভিনেতা উদয় শংকর পালের চিকিৎসার জন্য একটি ফান্ড রেইজিং-এর চেষ্টা করছি।''

বর্ষীয়ান অভিনেতার অসুস্থতার খবর ফেসবুকের মাধ্যমে জানান পরিচালক অভিজিৎ পাল। উদয়বাবুর ছবি শেয়ার করে তিনি লেখেন, “আমার প্রিয় উদয়দা। আমাদের সব্বার প্রিয় আত্মারাম। একজন মারাত্মক চরিত্র অভিনেতা। এত আড্ডা এতো স্ক্রিপ্ট নিয়ে কাটাছেঁড়া। এতো ভাবনা, এত পথ চলা। গত দুদিন আগে জানতে পারা মারণরোগ ক্যানসার তোমাকে থমকে দিয়েছে। লাস্ট স্টেজ। এইতো কদিন আগে আমার পরবর্তী সিনেমা নিয়ে এতো কথা হল। সেভাবে তোমাকে নিয়ে কেউ লিড হিসেবে কোনওদিন কাজ করেননি। আমি চেষ্টা করছিলাম একটা পুরো সিনেমা জুড়ে তোমাকে আঁকতে। গত তিন বছর ধরে তোমাকে নিয়ে এই চিত্রনাট্য নিয়ে কাজ করছি। মন ভীষণ ভারি। তুমি জানি না আর কতদিন আছ! আমাদের নতুন ছবির কাজ (যা গত তিন বছর ধরে সাজিয়েছি) এই মাসের শেষ থেকেই শুরু হওয়ার কথা ছিল। গরমের জন্য কটাদিন পিছোতে বল্লে… তোমার ফোন কি আর আসবে উদয়দা?”

[আরও পড়ুন: OTP শেয়ার না করেই খোয়ালেন লক্ষ লক্ষ টাকা, পুলিশের দ্বারস্থ অভিনেতা রাকেশ বেদীর স্ত্রী]

শুধু ‘ভূতের ভবিষ্যৎ’ নয়, ‘রয়্যাল বেঙ্গল রহস্য’, ‘আশ্চর্য প্রদীপ’, ‘প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো’র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন উদয় শংকর পাল। অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন পরিচালক অনীক দত্তও। সংবাদমাধ্যমকে জানান, তাঁর শেষ ছবিতেও উদয়বাবু রয়েছেন। ডাবিং এখনও হয়নি। ফোনে অভিনেতাকে না পাওয়া দুশ্চিন্তায় আছেন বলেও জানান। পাশাপাশি ব্যক্তিগতভাবে সাহায্য করার আশ্বাসও দেন।

সংবাদমাধ্যমকে পরিচালক অভিজিৎ পাল জানান, দিদির সঙ্গে থাকেন উদয়বাবু। গত কয়েকমাস ধরেই কাশি হচ্ছিল। গত ডিসেম্বর মাসে কাশির সঙ্গে রক্ত বেরোয়। চিকিৎসককে দেখানো হয়। তখনই ক্যানসারের কথা জানা যায়। এত ব্যয়বহুল চিকিৎসা তাঁর পক্ষে করা সম্ভব নয়। তাই শিল্পীদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। গিল্ডের সঙ্গেও বলেছিলেন কথা। অভিনেতা সুমিত সমাদ্দার জানান, তাঁদের যত বন্ধুবান্ধব রয়েছেন সকলের সঙ্গে কথা বলে কিছু করার চেষ্টা করবেন। শিল্পীরা যাতে জীবনবীমা পান, সেই বিষয়টাও দেখা উচিত বলে মনে করেন অনীক দত্ত।

আরও পড়ুন: গলায় মালা, মাথায় মুকুট, আদৃত-কৌশাম্বির বিয়ের অনুষ্ঠান শুরু!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সংবাদমাধ্যমকে পরিচালক অভিজিৎ পাল জানান, দিদির সঙ্গে থাকেন উদয়বাবু।
  • সেই মানুষটাই আজ ক্যানসারের সঙ্গে লড়াই করছেন।
Advertisement