সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত জুটি ৫০ তম ছবিটি বানাচ্ছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবির নাম 'অযোগ্য'। ইতিমধ্য়েই এই ছবির ঝলক দেখেছেন অনুরাগীরা। আর এবার নতুন খবর হল, অযোগ্যর পর ফের কৌশিকের নতুন ছবিতে জুটি বাঁধতে চলেছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা! তবে এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, টলিপাড়ার গুঞ্জনে কিন্তু ইতিমধ্য়েই এই ছবি নিয়ে আলোচনা শুরু। শোনা যাচ্ছে, 'দৃষ্টিকোণ', 'অযোগ্য'র পর এই নতুন ছবিতে কৌশিকের সঙ্গে ঋতুপর্ণা ও প্রসেনজিৎ হ্য়াটট্রিক করবেন।
বক্স অফিসে সদ্য মুক্তি পেয়েছে ঋতুপর্ণার 'দাবাড়ু '। ইতিমধ্য়েই দর্শকরা পছন্দ করেছেন এই ছবিতে ঋতুপর্ণার অভিনয়। তারই মাঝে ঋতুপর্ণা এখন ব্যস্ত রয়েছে ম্যাডাম সেনগুপ্তর ছবির শুটিংয়ে। এত ব্যস্ততা সত্ত্বেও, ঋতুপর্ণা কিন্তু একের পর এক ছবি সই করছেন।
টলিপাড়ায় সূত্রের খবর, প্রযোজক সংস্থা নন্দী পিকচার্সে পরের ছবিতেই নাকি কৌশিক, ঋতুপর্ণা ও প্রসেনজিৎ একসঙ্গে কাজ করবেন। এই প্রযোজনা সংস্থার ব্যানারেই তৈরি হচ্ছে ঋতুপর্ণার 'ম্যাডাম সেনগুপ্ত'। তবে এখনই এই ছবি নিয়ে বিস্তারিত জানাতে নারাজ ছবির টিম। মুখে কুলুপ এঁটেছেন ঋতুপর্ণা, প্রসেনজিৎ, কৌশিকরাও।
[আরও পড়ুন: ফের মা হচ্ছেন একতা কাপুর? জল্পনা তুঙ্গে ]
সিনেমার ইতিহাসে হয়তো এটাই প্রথম। যেখানে টলিউডের দুই সুপারস্টার তাঁদের ৫০ তম ছবিতে জুটি বাঁধছেন। হ্যাঁ,ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যাঁদের একফ্রেমে আনতে পরিচালকরা সবসময় প্রস্তুত। যাঁদের একফ্রেমে দেখার জন্য হইচই পড়ে যায় অনুরাগীদের মধ্যে। সেই জুটিই ফের একসঙ্গে, তাঁদের ৫০ তম ছবিতে। আর এই ম্যাজিক তৈরি করলেন টলিউডের জনপ্রিয় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবির নাম ‘অযোগ্য’। প্রকাশ্যে এল এই ছবিরই প্রথম ঝলক।
প্রসেনজিৎ-ঋতুপর্ণা (Prosenjit-Rituparna) জুটি মানেই বক্স অফিস বাম্পার। উত্তম-সুচিত্রা জুটির পরই বাংলা সিনেমার দর্শকদের মনে তাঁদের স্থান। এবার পঞ্চাশতম সিনেমার পালা।
নয়ের দশকের মাঝামাঝি প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির সফর শুরু হয়। প্রথম ছবিই ছিল সুপারহিট। তার পর একে একে ‘মায়ার বাঁধন’, ‘বাবা কেন চাকর’, ‘স্বামীর ঘর’, ‘মনের মানুষ’-এর মতো সিনেমার দর্শকদের উপহার দিয়েছেন দুজনে। তবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার মুক্তির পর বহুদিন একসঙ্গে কাজ করেননি ঋতুপর্ণা আর প্রসেনজিৎ। কিন্তু দুজনের জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। তার প্রমাণ ছিল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘প্রাক্তন’।
২০১৬ সালে মুক্তি পায় ‘প্রাক্তন’। আবারও সুপারহিট প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির অনস্ক্রিন রসায়ন। এই জুটিকে নিয়েই কৌশিক গঙ্গোপাধ্যায় তৈরি করেছিলেন ‘দৃষ্টিকোণ’। আলাদা গল্প, আলাদা চরিত্র। কিন্তু প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ম্যাজিক ছিল অক্ষুন্ন। তাতে আবার বাড়তি পাওনা ছিল কৌশিকের পরিচালনা। এই তিন মূর্তিই এবার দর্শকের দরবারে নতুন গল্প নিয়ে আসছেন।
[আরও পড়ুন: শাহরুখের আগে ‘মন্নত’ কেনার প্রস্তাব পেয়েছিলেন সলমন! কেন কিনলেন না ভাইজান? ]