সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিল্মি কেরিয়ারে হিটের খরা কিছুতেই কাটছে না অক্ষয় কুমারের (Akshay Kumar)। তার মাঝেই একাধিকবার তাঁর রাজনৈতিক অভিষেকের জল্পনা শোনা গিয়েছে। শনিবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে সাক্ষাতের একটি মুহূর্ত শেয়ার করে আবারও সেই জল্পনা উসকে দিয়েছেন অভিনেতা। যেখানে একগাল হেসে প্রধানমন্ত্রীর সঙ্গে কুশলমঙ্গল বিনিময় করতে দেখা গেল খিলাড়ি কুমারকে।
কোথায় হল এই মোদি-অক্ষয় সাক্ষাৎ? দিল্লিতে আয়োজিত হিন্দুস্তান টাইমসের বার্ষিক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার। সেই অনুষ্ঠানেই মোদির সঙ্গে হঠাৎ দেখা খিলাড়ির। আর বলিউডের প্রিয় অভিনেতার দেখা পেয়েই হাসিমুখে মোদির প্রশ্ন, "কেমন আছো ভাই?" পালটা প্রধানমন্ত্রীর খোঁজ নেন অভিনেতাও। সেই ভিডিওই সোশাল মিডিয়ায় ভাইরাল। মোদির সঙ্গে দেখা হওয়ার ছবি শেয়ার করে অক্ষয় কুমার ইনস্টা স্টোরিতে লিখেছেন- 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতা শোনার সুযোগ পেলাম। ভারতের উন্নতিসাধন নিয়ে তিনি যা বললেন, সেটা আমাকে অনুপ্রেরণা জোগাল।'
প্রসঙ্গত, নরেন্দ্র মোদির সঙ্গে অক্ষয় কুমারের সুসম্পর্কের কথা কারও অজানা নয়! ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে সেই যে মোদির বাসভবনে গিয়ে সাক্ষাৎকার নিয়েছিলেন বলিউড তারকা, তার পর থেকেই খিলাড়িকে 'বিজেপি ঘেঁষা' বলে সম্বোধন করা হয়। আবার একাধিকবার নিজের গেরুয়াপন্থী মনোভাব ব্যক্ত করেও নেটপাড়ার রোষানলে পড়েছেন অক্ষয় কুমার। এমনকী এও শোনা গিয়েছিল যে, গত লোকসভায় তিনি টিকিট পেতে পারেন। যদিও সেই রটনা বাস্তবায়িত হয়নি। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে অক্ষয়ের সখ্যতা যে একইরকম রয়ে গিয়েছে, সম্প্রতি তার প্রমাণ মিলল আবারও।
এদিকে কেরিয়ারে বেশ দুঃসময়ের মধ্যে দিয়েই যাচ্ছেন অক্ষয়। গত তিন বছরে হিটের মুখ পর্যন্ত দেখেননি! একের পর এক সিনেমা ফ্লপ। বক্স অফিসে কিছুতেই ম্যাজিক দেখাতে পারছেন না তিনি। যে অক্ষয়ের হাত ধরে একের পর এক ব্লকবাস্টার দেখেছে বলিউড, সেই অক্ষয়ের ছবি একেবারেই চলছে না। এর আগে কেরিয়ারে একটানা ১৬টি ফ্লপের মুখ দেখেছিলেন তিনি। সেই সংখ্যা অবশ্য এবার এখনও ছুঁতে পারেনি। একসময় অক্ষয় মানেই বলিউড বক্স অফিস একেবারে হাতের মুঠোয়। বলিউডের খিলাড়ি কুমারের ছবি মুক্তি পেলেই কোটি টাকার ক্লাবে। তবে করোনা আবহের পর যেন অক্ষয়ের ভাগ্যে দশা! নানা অবতারে বলিপর্দায় এলেও, দর্শকরা কিন্তু পাত্তা দিচ্ছেন না অক্ষয়কে। যা জলজ্যান্ত প্রমাণ ‘বেলবটম’, ‘রামসেতু’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’, ‘মিশন রানিগঞ্জ’। একমাত্র ‘ও মাই গড ২’ যা একটু ব্যবসা করেছিল। তবে সেই ম্যাজিকের দেখা নেই।