shono
Advertisement

জ্যাকলিনের ছবিতে কুমন্তব্য মিকার, জেলে বসেই গায়ককে আইনি নোটিস ধরালেন ঠগ সুকেশ!

প্রেমে পাগল হয়ে ফের জ্যাকলিনের পাশে সুকেশ।
Posted: 09:13 AM Oct 06, 2023Updated: 09:13 AM Oct 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে হয়তো ট্রু লাভ! তাই তো জেলে বসেই শুধু প্রেমিকা জ্যাকলিনকে প্রেমের চিঠি পাঠান না, বরং আপদে-বিপদে ঢাল হয়ে সামনে দাঁড়ান ঠগ সুকেশ। এই যেমন, জ্যাকলিনকে অপমান করায় এবার জেলে বসেই মিকার বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠলে সুকেশ। আর শুধুই প্রতিবাদ নয়, বরং মিকার বিরুদ্ধে মানহানি মামলা করার সিদ্ধান্তও নিলেন। সোজা গায়ক মিকার কাছে পাঠালেন আইনি নোটিস।

Advertisement

ব্যাপারটা একটু খুলে বলা যাক। সম্প্রতি ইনস্টাগ্রামে জ্যাকলিন হলিউড অভিনেতা ভ্যান ড্যামের সঙ্গে ছবি পোস্ট করেছেন। সেই পোস্টেই মিকা লিখেছেন, ”তোমাকে সুন্দর লাগছে, পাশের পুরুষ মানুষটি সুকেশের চেয়ে অনেক ভাল।”

[আরও পড়ুন: ‘দুটো ফ্লপ হতেই রণে ভঙ্গ দেবেন না, ফিরে আসুন’, আমিরের নতুন লুক দেখে আর্জি ভক্তদের]

ব্যস, মিকার এমন মন্তব্যেই রেগে গিয়েছেন সুকেশ। সঙ্গে সঙ্গেই সুকেশের আইনজীবী নোটিস পাঠিয়েছে মিকার কাছে। আইনি নোটিসে সুকেশ জানিয়েছে, ” মিকা যদি ভবিষ্যতে আমার ব্যক্তিগত জীবনে অনধিকারচর্চা করার চেষ্টা করেন তাঁর পরিণতি ভাল হবে না।”

প্রসঙ্গত, ২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ। তার সঙ্গে সম্পর্কের জেরেই আইনি জটিলতায় জড়াতে হয়েছে জ্যাকলিনকে। যদিও এর আগে আদালতে সুকেশের দাবি করেছিল, ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় জ্যাকলিন কোনওভাবেই জড়িত নন। বিচারকের সামনে সুকেশ তখন বলেছিল, ”জ্যাকলিন এই মামলার অংশ নয়, ওর কোনও চিন্তা নেই। আমি ওকে বাঁচানোর জন্যই এখানে আছি।”

[আরও পড়ুন: ‘গোরক্ষপুরের আসল ভিলেনরা দিব্যি ঘুরছে’! ‘জওয়ান’ শাহরুখের কাছে আক্ষেপ কাফিল খানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement