সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিসেম্বর মাস থেকেই হাসপাতালে ভর্তি 'বাঘা যতীন' পরিচালক অরুণ রায়। গত এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারে ভুগছেন তিনি। সম্প্রতি ফুসফুসে সংক্রমণের কারণেই আর জি কর হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেইসময়ে আইসিইউতে বাইপ্যাপ ব্যবস্থার সাহায্যে রাখা হয়েছিল, জানালেন অভিনেতা তথা চিকিৎসক কিঞ্জল নন্দ। বর্তমানে অরুণ রায় আরও সংকটজনক বলেই জানা গিয়েছে।
গত কয়েক দিনে 'বাঘা যতীন' পরিচালকের পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে খবর। এই মুহূর্তে কোমায় রয়েছেন অরুণ রায়। ভেন্টিলেশনে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে তাঁকে। সম্প্রতি পরিচালককে দেখতে আর জি কর হাসপাতালে ছুটে গিয়েছিলেন পর্দার 'বাঘা যতীন' দেব। হাসপাতাল সূত্রে খবর, ক্রমশই পরিচালকের শারীরিক পরিস্থিতির অবনতি ঘটছে। ফুসফুসের সংক্রমণ বেড়েছে। অঙ্গ-প্রত্যঙ্গ তেমনভাবে কাজ করছে না। এমতাবস্থায় চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন অরুণ রায়।
দেবকে নিয়ে ‘বাঘা যতীন’ ছবিটি তৈরি করেছিলেন অরুণাভ রায়চৌধুরী ওরফে অরুণ। যে ছবি সিনেসমালোচকদের কলমেও প্রশংসিত হয়েছে। আসলে প্রথম ছবি ‘হীরালাল’-এই নিজের জাত চিনিয়েছিলেন পরিচালক। যে সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করেন ডাক্তার তথা অভিনেতা কিঞ্জল নন্দ। তার সঙ্গে আবার ‘বিনয় বাদল দীনেশ’ ছবিটিও করেন অরুণ। উল্লেখ্য, কিঞ্জল আবার আর জি কর হাসপাতালের ডাক্তারও। সেখানেই ক্যানসার আক্রান্ত পরিচালক বর্তমানে চিকিৎসাধীন। প্রসঙ্গত, দেব অভিনীত ‘বাঘাযতীন’ ছবির শুটিংয়ের সময়ই ক্যানসার ধরা পড়ে পরিচালকের। তবে তাঁর জন্য ছবির কাজ বন্ধ রাখেননি তিনি। প্রথম স্টেজেই খাদ্যনালীতে ক্যানসার ধরা পড়ে অরুণ রায়ের। অসুস্থতা নিয়েই ছবির শুটিং শেষ করেছিলেন পরিচালক। শুধুই ‘বাঘাযতীন’ নয়, শেষ করেন ‘অরণ্যের দিনরাত্রি’ ছবির কাজও। এবার অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি।