shono
Advertisement

তমা মির্জার সঙ্গে গোপনে সংসার পেতেছেন রায়হান রাফি! খবর শুনেই নায়িকা লিখলেন...

প্রেম নয় অনেক বছর হল তমা মির্জার সঙ্গে সংসার পেতেছেন রায়হান রাফি? এ কথা শুনে কড়া ভাষায় হুঁশিয়ারি নায়িকার।
Published By: Utsha HazraPosted: 03:28 PM Mar 05, 2025Updated: 03:29 PM Mar 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক-নায়িকার প্রেম, পরিচালক-নায়িকার ঘনিষ্ঠতা এই কোনও কিছুই সিনেপাড়ায় নতুন কিছু নয়। এমন অনেক পরিচালক-নায়িকাদের জুটি রয়েছে যাঁরা গুছিয়ে সংসার করছেন। যার বড় উদাহরণ হলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তেমনই ওপার বাংলায় এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি নাম। তাঁরা হলেন অভিনেত্রী তমা মির্জা এবং পরিচালক রায়হান রাফি। অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল তাঁরা নাকি প্রেম করছেন। যদিও নিজেদের সম্পর্কের প্রকাশ্যে তাঁরা কোনও দিনই স্বীকার করেননি।

Advertisement

৩ মার্চ পরিচালকের জন্মদিনের একটি ছবি সেই গুঞ্জন আরও উস্কে দিয়েছে। অনুরাগীদের একাংশের মতে তাঁরা নাকি অনেক দিন আগে থেকেই বিবাহিত। কিন্তু সত্য়িটা নাকি আড়ালে রেখেছিলেন। ওপার বাংলার অনেক প্রতিবেদনে লেখা হয়েছিল তমা এবং রায়হান নাকি তাঁদের বিয়ে লুকিয়ে রেখেছেন সকলের থেকে। এই খবর প্রকাশ্যে আসার পরেই রেগে লাল নায়িকা।

নিজের ফেসবুকে একটি লম্বা পোস্ট করেছেন। এই আলোচনায় যে তিনি খুবই বিরক্ত তা স্পষ্ট তমার লেখায়। নায়িকা লেখেন,"আমি সকল সাংবাদিক বন্ধুদের অনুরোধ করছি দয়া করে এ ধরনের বিভ্রান্তিকর ও অহেতুক গুজব ছড়াবেন না। একজন শিল্পী হিসাবে কাজ নিয়েই আমার যত ভাবনা এবং আমি আমার আগামীর সব কাজের প্রতি সবচেয়ে বেশি নিবেদিত। যাঁরা দায়িত্বশীল ও সততার সঙ্গে সংবাদ প্রকাশ করেন, তাঁদের প্রতি আমার সম্মান সব সময় এবং তাঁদের পেশাদারিত্ব প্রশংসার দাবি রাখে।"

এর আগে নায়িকার জন্মদিনেও বিশেষ ছবি নিজের সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেছিলেন পরিচালক। তা নিয়েও হয়েছিল বিস্তর আলোচনা। এমনকি প্রকাশ্যে রায়হানকে ভগবানও বলেছিলেন তমা। উল্লেখ্য়, রায়হান রাফির পরিচালনায় ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ছবিতে দেখা গিয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পরিচালক-নায়িকার প্রেম, পরিচালক-নায়িকার ঘনিষ্ঠতা এই কোনও কিছুই সিনেপাড়ায় নতুন কিছু নয়।
  • এমন অনেক পরিচালক-নায়িকাদের জুটি রয়েছে যাঁরা গুছিয়ে সংসার করছেন। যার বড় উদাহরণ হলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
  • তেমনই ওপার বাংলায় এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি নাম।
Advertisement