shono
Advertisement
Bonny Sengupta

বাংলা ছেড়ে ওড়িশায় বনি! হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন অভিনেতা?

মুক্তি পেয়েছে তাঁর প্রথম উড়িয়া ছবি 'আজিরা রেবতী'।
Published By: Manasi NathPosted: 03:44 PM Apr 12, 2025Updated: 04:45 PM Apr 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৌশানী মুখোপাধ্যায় এই মুহূর্তে বলা যায় তাঁর কেরিয়ারের সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। শুক্রবার, ১১ এপ্রিল বড়পর্দায় মুক্তি পেয়েছে তাঁর 'কিলবিল সোসাইটি' ছবিটি। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি ঘিরে সিনেপ্রেমীদের আগ্রহ চোখে পড়ার মতো। এই একই দিনে কৌশানীর প্রেমিক বনি সেনগুপ্তরও একটি ছবি মুক্তি পেয়েছে। তবে বাংলায় নয়, উড়িয়ায়। ভাগ্যপরীক্ষা করাতে এবার বাংলা ছেড়ে ওড়িশায় পাড়ি দিয়েছেন অভিনেতা।

Advertisement

অভিনয় জগতে লাক ট্রাই করতে অনেকেই ইদানীং বাংলা ছেড়ে বলিউড পাড়ি দিচ্ছেন। টলিপাড়ার অভিনেতাদের ক্ষেত্রে এই তালিকা বেশ দীর্ঘ। ইদে মুক্তি পেয়েছে বনি-কৌশানী অভিনীত 'হাঙ্গামা ডট কম' ছবিটি। দর্শকমনে এই ছবি এখনও তেমন প্রভাব ফেলতে পারেনি। তাই এবার অভিনেতা বনি বাংলা ছেড়ে উড়িয়া ছবিতে লাক ট্রাই করলেন। মুক্তি পেয়েছে তাঁর প্রথম উড়িয়া ছবি 'আজিরা রেবতী'। শুভ্রাংশ দাস পরিচালিত এই ছবির চিত্রনাট্য লেখা হয়েছে শ্রীক্ষেত্র পুরীর খ্যাতনামা গীতিকার বদ্রি মিশ্রর ছোটগল্প অবলম্বনে। নেটিজেনদের দাবি, অভিনেতা বাংলা ছবিতে তেমন সাফল্য পাচ্ছেন না। আর ঠিক এই কারণেই এবার উড়িয়া ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করতে চান বনি। বাংলা ছবিতে কৌশানীর মতো বনির কেরিয়ারের গতি যে এই মুহূর্তে যথেষ্ট ঊর্দ্ধগামী নয়, সেই কথাও বলছেন অনেকেই।

অভিনেতা অবশ্য তেমনটা ভাবছেন না। ছবির বিষয়ে কথা প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বনি জানিয়েছেন, পরিচালক যখন তাঁকে এই ছবির কথা বলেন, তখন চিত্রনাট্য শুনে তাঁর ভালো লাগে। তাই ভাষা অজানা হওয়া সত্ত্বেও কাজ করতে রাজি হয়ে যান অভিনেতা। বনির দাবি, "ভাষা ভিন্ন হতে পারে, তবে উড়িয়া ও বাংলা ছবিতে কাজের ক্ষেত্রে আমি তেমন কোনও পার্থক্য দেখিনি। একজন শিল্পীর কাছে এটা শুধুই শিল্প। উড়িয়া ইন্ডাস্ট্রিতে কাজ করে আমি বেশ আনন্দই পেয়েছি।" তাহলে কি আগামী দিনে আবার উড়িয়া ছবিতে দেখা যাবে বনিকে? সেই বিষয়েও আশাবাদী অভিনেতা।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১১ এপ্রিল বড়পর্দায় মুক্তি পেল কৌশানী অভিনীত 'কিলবিল সোসাইটি' ছবিটি।
  • এই একই দিনে কৌশানীর প্রেমিক বনি সেনগুপ্তরও একটি ছবি মুক্তি পেয়েছে। তবে বাংলায় নয় উড়িয়ায়।
  • এবার অভিনেতা বনিও বাংলা ছেড়ে ওড়িয়া ছবিতে লাক ট্রাই করলেন।
Advertisement