shono
Advertisement
Ranveer Singh

গাড়িতে ঘুমাচ্ছে মেয়ে দুয়া, পাপারাজ্জিকে কাছে ঘেঁষতেই দিলেন না রণবীর! ভাইরাল ভিডিও

পাপারাজ্জি গাড়ির কাছে যেতেই বাধা দেন তারকা। তাঁর সঙ্গেও দীপিকাও ছিলেন।
Published By: Suparna MajumderPosted: 10:25 AM Jan 08, 2025Updated: 10:28 AM Jan 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাইমলাইটে থাকতে খুব ভালোবাসেন। পার্টি হোক বা আম্বানি ওয়েডিং, সবচেয়ে বেশি তাঁকেই উচ্ছ্বসিত হয়ে নাচতে দেখা গিয়েছে। কিন্তু মেয়ের ব্যাপারে রণবীর সিংয়ের কোনও আপস নয় নীতি। তাই তো গাড়িতে ঘুমন্ত দুয়ার কাছে ঘেঁষতেই দিলেন না পাপারাজ্জিকে! সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।

Advertisement

সম্প্রতি মুম্বই ফিরেছেন দীপিকা। স্ত্রীকে রিসিভ করতে বিমানবন্দরে গিয়েছিলেন রণবীর। তারকাদের আসার খবর ফটোশিকারিদের কাছে থাকেই। ছবির জন্য পোজ দেতে দীপিকা-রণবীরেরও ক্লান্তি বা আপত্তি নেই। একসঙ্গেই ছবির আবদার মেটান তারকা দম্পতি। কিন্তু পাপারাজ্জি তাঁদের পিছু নিয়ে গাড়ির কাছে যেতেই বাধা দেন রণবীর। অত্যন্ত বিনীতভাবে তারকা জানান, গাড়িতে তাঁর ছোট্ট মেয়ে দুয়া ঘুমাচ্ছে। তাই ফ্ল্যাশবাল্বের ঝলকানি নিয়ে সেখানে যেন কেউ না যান। সকলকে চিৎকার করতেও বারণ করেন তারকা।

গত বছরের ফেব্রুয়ারি মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান দীপিকা। সেই সময়ই জানিয়েছিলেন, সেপ্টেম্বরে ভূমিষ্ঠ হবে তাঁর রণবীরের সন্তান। ৮ সেপ্টেম্বর দীপিকার কোল জুড়ে এসেছে কন্যা সন্তান। মেয়ে হওয়ার পর ক্যামেরার থেকে দূরেই ছিলেন দীপিকা। চলে গিয়েছিলেন বেঙ্গালুরু।

বেঙ্গালুরুতে দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে অভিনেত্রীকে মঞ্চে দেখা যায়। অনুরাগীদের উদ্দেশে হাত নাড়েন। বন্ধু দিলজিতের গানের ছন্দে ছন্দ মেলান। আবার উপস্থিত দর্শকদের দিকে উপহারও ছুড়ে দেন। সম্ভবত বেঙ্গালুরু থেকেই মুম্বইয়ে ফিরেছেন দীপিকা। শোনা যাচ্ছে, নিজের মেয়ের দায়িত্ব এখনই কোনও ন্যানির হাতে দিতে নারাজ দীপিকা। আপাতত নিজে দুয়ার খেয়াল রাখতে চান। পর্যাপ্ত সময় নিয়েই ফিরবেন কাজে।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্প্রতি মুম্বই ফিরেছেন দীপিকা। স্ত্রীকে রিসিভ করতে বিমানবন্দরে গিয়েছিলেন রণবীর।
  • একসঙ্গেই ছবির আবদার মেটান তারকা দম্পতি। কিন্তু পাপারাজ্জি তাঁদের পিছু নিয়ে গাড়ির কাছে যেতেই বাধা দেন রণবীর।
Advertisement