shono
Advertisement
Naga Chaitanya and Sobhita Dhulipala

সত্যি সংসারে আসছে নতুন অতিথি? বোমা ফাটালেন নাগা-শোভিতার 'ঘনিষ্ঠ'

সম্প্রতি ঢিলেঢালা পোশাকে শোভিতার ঘোরাফেরা ঘিরে দানা বেঁধেছে জল্পনা।
Published By: Sayani SenPosted: 06:30 PM May 04, 2025Updated: 06:30 PM May 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের বয়স মাত্র পাঁচমাস। নতুন সংসার গুছোতে না গুছোতেই নাকি নাগা-শোভিতার সংসারে আসতে চলেছে নতুন সদস্য। এমনই গুঞ্জনের তোলপাড় বিনোদন মহল। তবে তারই মাঝে বোমা ফাটালেন নাগার পরিবারের ঘনিষ্ঠ একজন।

Advertisement

সম্প্রতি ওয়ার্ল্ড অডিও ভিসুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিটে দেখা গিয়েছিল নাগা ও শোভিতা। সেখানের বেশ কয়েকটি ছবি এখন নেটদুনিয়ায় ভাইরাল। ওই ছবিগুলিতে শাড়ি পরে দেখা গিয়েছে শোভিতাকে। নেটিজেনদের একাংশের দাবি, কখনও হাত দিয়ে, আবার কখনও ভারী শাড়ির আঁচল দিয়ে বেবিবাম্প লুকনোর চেষ্টা করেছেন নাগা ঘরনি। দম্পতির পরিবার ঘনিষ্ঠের দাবি, অন্তঃসত্ত্বা নন শোভিতা। আর ঢিলেঢালা পোশাক পরা মানেই বেবিবাম্প লুকনো নয়। শুধুমাত্র পোশাকের জন্য নতুন অতিথি সংসারে আসার জল্পনায় রীতিমতো তাজ্জব তিনি। অবশ্য এখনও পর্যন্ত জল্পনা জিইয়ে রেখেছেন নাগা ও শোভিতা। তাঁরা এ বিষয়ে একটি শব্দও খরচ করেননি।

দীর্ঘদিনের প্রেমিকা দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিয়ে করেও সংসার সুখের হয়নি নাগার। তাঁকে ভালোবেসেই বিয়ে করেছিলেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য। তবে সে সম্পর্ক বেশিদিন টেকেনি। সামান্থার সঙ্গে ঘর করাকালীনই খবরে আসে অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে লিপ্ত নাগা। ২০২২ সালে শোভিতার সঙ্গে সাক্ষাৎ হয় নাগার। সেইসময়ে হায়দরাবাদে ‘মাঙ্কিম্যান’ সিনেমার প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। নাগা চৈতন্যর সঙ্গে জন্মদিন উদযাপন করতেও দেখা যায় তাঁকে। সেই পার্টিতেই নাকি একে-অপরকে মন দিয়ে বসেছিলেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা। তার পর আক্কিনেনি পরিবারের সম্মতিতে এক হয় চার হাত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিয়ের বয়স মাত্র পাঁচমাস। নতুন সংসার গুছোতে না গুছোতেই নাকি নাগা-শোভিতার সংসারে আসতে চলেছে নতুন সদস্য।
  • সম্প্রতি ঢিলেঢালা পোশাকে শোভিতার ঘোরাফেরা ঘিরে দানা বেঁধেছে জল্পনা।
  • তারই মাঝে বোমা ফাটালেন নাগার পরিবারের ঘনিষ্ঠ একজন।
Advertisement