shono
Advertisement

Breaking News

ইন্ডিপেন্ডেন্ট পরিচালকদের জন্য এবার আসছে ওটিটি 'ফুচকা', টলিপাড়ায় তৈরি হল নতুন সংগঠন

এই ওটিটির একটাই উদ্দেশ্য সকল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের প্রজেক্টের ক্ষেত্রে অগ্রাধিকার।
Published By: Akash MisraPosted: 12:12 PM Aug 01, 2024Updated: 12:12 PM Aug 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে অবশেষে জট কেটেছে টলিপাড়ার। বুধবার সকাল থেকেই তুমুল ব্যস্ততায় ফের শুরু হয়েছে সিনেমা, সিরিয়াল, ওটিটি শুটিং। তবে এসবের পাশাপাশি এবার টলিপাড়ায় নতুন এক খবর। খুব শীঘ্রই বাংলায় আসছে নতুন ওটিটি ফুচকা! হ্য়াঁ, এই ফুচকা কিন্তু একেবারেই নতুন স্বাদের। বাংলার নানা ওটিটি প্ল্যাটফর্মের ভিড়ে একবারে নতুন আইডিয়া নিয়ে হাজির হবে একঝাঁক ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স! কেননা, এই ওটিটির একটাই উদ্দেশ্য সকল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের প্রজেক্টের ক্ষেত্রে অগ্রাধিকার। যাতে তারা নিজেদের ছবি বা প্রজেক্ট দেখানোর সুযোগ পায়।

Advertisement

[আরও পড়ুন: কুষ্ঠ হয়েছিল কিশোরী ডিম্পল কাপাডিয়ার, সেই সূত্রেই সুযোগ মেলে ‘ববি’তে!]

তবে শুধুই ওটিটি প্ল্যাটফর্ম নয়। টলিপাড়ার ডিরেক্টরর্স গিল্ডের পাশাপাশি এবার বাংলার স্বাধীন পরিচালকরাও একজোট হয়ে তৈরি করলেন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন। সুষ্ঠভাবে স্বাধীন ছবি পরিচালনাই এই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য। বিশেষ করে নব প্রজন্মের পরিচালকদের সঠিকভাবে গাইড করতেই এই সংগঠনের জন্ম।

"ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার অ্যাসোসিয়েশন"-এর সাধারণ সম্পাদক হৃষিকেশ মণ্ডল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ''আমি দীর্ঘ ১০ বছর যাবৎ - "ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার এ্যাসোসিয়েশন - (EIMPA), "ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডিরেক্টরস এ্যাসোসিয়েশন- (EIMPDA) এর সক্রিয় সদস্য। সেই সঙ্গে, গত ২/৩ বছরের "স্ক্রিন রাইটার্স এ্যাসোসিয়েশন - SWA ( মুম্বাই) এর সদস্য। কিন্তু - ফিল্ম মেকিং জার্নিতে আমার মনে হয়েছে, অনেক দেরি হয়ে গেছে! আর নয় ! সঠিক সময় এসেছে। একজোট হয়ে "ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার"দের জন্য, কিছু করার এবং এভাবেই একজোট হয়ে বুক ফুলিয়ে মাথা উঁচু করে কাজ করার। এই ফিল্ম ইন্ডাস্ট্রির সবার। কারোর একার নয়। আমরা যারা ইন্ডিপেন্ডেন্ট ভাবে ছবি বানায়, তাদেরও ভূমিকা রয়েছে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সেটা মুছে দেওয়া যাবে না।'' জানা গিয়েছে, শীঘ্রই এই নিয়ে সাংবাদিক বৈঠকে বসবেন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।

[আরও পড়ুন: এবার সিরিজে মহালয়া, দুর্গারূপে রাজনন্দিনী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শীঘ্রই এই নিয়ে সাংবাদিক বৈঠকে বসবেন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।
  • ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের প্রজেক্টের ক্ষেত্রে অগ্রাধিকার।
Advertisement