সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একরত্তি মেয়ে। তাকে নিয়েই সারা বাড়িতে হইচই। শুরু কাঞ্চন-শ্রীময়ীর রাত জাগার পালা। ভোররাত প্রায় সাড়ে তিনটে বাজে, তখনও জেগে কৃষভি। আর তার খেলার সঙ্গী বাবা কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিও পোস্ট করে বাবা-মেয়ের কীর্তি জানালেন খোদ শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)।
যে ভিডিও অভিনেত্রী শেয়ার করেছেন তাতে সময়ের জায়গায় লেখা ভোররাত ৩.২৩ মিনিট। শ্রীময়ী বললেন, "ঘড়িতে তিনটে ২৫ বাজে। এখন তার বাবাকে দেখো।" বিছানায় শুয়েই ছোট্ট কৃষভির সঙ্গে তখন খেলায় মত্ত কাঞ্চন। বাবার মিষ্টি ডাক, "সোনামনি কই?" স্বামীকে শ্রীময়ীর প্রশ্ন, "কী করছ?" অভিনেতার উত্তর, "এই তো মায়ের সঙ্গে খেলা হচ্ছে।" শুধু কাঞ্চন-শ্রীময়ী নয়, কৃষভির দিদিমা ও তাঁকে দেখাশোনা করার জন্য আসা পিসিমণিও তখন জেগে। তবে তাতে কারও বিন্দুমাত্র সমস্যা নেই। কারণ ছোট্ট কৃষভির জন্য এই রাতজাগা বড়ই সুখের আর আনন্দের অনুভূতি।
দোল পূর্ণিমায় শ্রীময়ী চট্টরাজ প্রথমবার বুঝতে পেরেছিলেন মা হতে চলেছেন। আর অন্নকূটের দিনই কাঞ্চন-শ্রীময়ী ঘর আলো করে এসেছে কন্যাসন্তান। যেন অন্নপূর্ণা! তারকাদম্পতি কৃষ্ণভক্ত হওয়ায় সাধ করে মেয়ের নাম রেখেছেন ‘কৃষভি’।
একরত্তিকে নিয়ে মল্লিক বাড়িতে বর্তমানে আনন্দের আবেশ। নিত্যদিন নতুন জামা পরছে সে। আর কেউ কোলে নিলেই ঠেলে উপরে উঠে যাওয়ার চেষ্টা করে। দেখতে যেমন বাবার মতো, তেমনই নাকি স্বভাবও কাঞ্চনের মতোই। শ্রীময়ীর কথায়, বড্ড ছটফটে। গায়ের রং গোলাপি। তাই বাবা আদর করে কখনও টম্যাটো আবার কখনও বা সোনামা বলে ডাকে। আর রাতভর মেয়ের জন্য জেগে থেকেও সকালে কাজে বেরতে কোনও ক্লান্তি নেই কাঞ্চনের।