shono
Advertisement

Breaking News

Kanika Kapoor

কনসার্টের মাঝে কণিকা কাপুরকে অশালীন স্পর্শ, পা ধরে টান! ভাইরাল ভিডিওয় বিতর্ক তুঙ্গে

খোলা মঞ্চে হেনস্তার শিকার গায়িকা। কী ঘটেছে?
Published By: Sandipta BhanjaPosted: 03:13 PM Dec 08, 2025Updated: 03:59 PM Dec 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেঘালয়ে কনসার্ট করতে গিয়ে খোলা মঞ্চে হেনস্তার শিকার কণিকা কাপুর (Kanika Kapoor)। মঞ্চে গান গাওয়ার মাঝেই গায়িকার পা ধরে টান। শরীরে অশালীন স্পর্শ! এহেন অনভিপ্রেত ঘটনার মূহূর্ত নেটভুবনে ছড়িয়ে পড়তেই বিতর্ক তুঙ্গে। উঠল নারীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন।

Advertisement

ঠিক কী ঘটেছে? রবিবার রাতে মেঘালয়ের মেগং ফেস্টিভ্যালে গান গাইছিলেন 'বেবি ডল' খ্যাত গায়িকা। বলিউড শিল্পীর সুরেলা ম্যাজিকের সাক্ষী থাকতে জনসুনামি প্রমাণ ভিড় উপচে পড়ে উৎসবেও। পরনে কালো টপ-জ্যাকেট। সঙ্গে গোলাপি প্যান্ট। শরীরী আবেদনেও যে গায়িকা নায়িকাদের দশ গোল দেওয়ার ক্ষমতা রাখেন, সেটা কণিকার অনুরাগীর সংখ্যাই বলে দেয়। কনসার্ট চলাকালীন বলিউড শিল্পীকে হাতের নাগালে পেয়ে এক অনুরাগী আচমকাই মঞ্চে উঠে পড়েন। আর তার পর যা কাণ্ড ঘটালেন ওই ব্যক্তি, তাতে নেটদুনিয়াজুড়ে আপাতত ছি-ছিক্কার। পিছন থেকে এসে প্রথমেই কণিকার পা জড়িয়ে বসে পড়েন, তার পর ওই ব্যক্তির হাত সোজা উঠে যায় উপরের দিকে। কণিকা তখন মঞ্চে গানে মগ্ন। ঘটনার আকস্মিকতায় তিনিও হতভম্ব হয়ে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে মঞ্চে ছুটে আসেন নিরাপত্তরক্ষীরা। তবুও ওই 'জাবরা ফ্যান'কে থামানো যায়নি! এসবের মাঝেই কোনও কিছুর তোয়াক্কা না করে কণিকাকে কোলে তুলতে যান ওই ব্যক্তি। তার পর?

কোনওরকমে ওই অনুরাগীকে মঞ্চ থেক নিচে নামানো হয়। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটভুবনে ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠল নারীনিরাপত্তা নিয়ে। নেটবাসিন্দাদের একাংশ মনে করিয়ে দিলেন, 'তারকাদেরই যদি নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ নারীদের নিরাপত্তা কোথায় গিয়ে ঠেকেছে?' কেউ 'হেনস্তার অভিযোগ' তুললেন। কারও বা মন্তব্য, 'খোলা মঞ্চে শয়ে শয়ে লোকের সামনে একজন গায়িকাকে অশালীনভাবে স্পর্শ করার স্পর্ধা একমাত্র ভারতেই দেখাতে পারে লোক!' একাংশ আবার ওই ব্যক্তিকে জেলে পোরার নিদানও দিলেন। সবমিলিয়ে কণিকা কাপুরের ভাইরাল ভিডিওতে তোলপাড় নেটভুবন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবার রাতে মেঘালয়ের মেগং ফেস্টিভ্যালে গান গাইছিলেন 'বেবি ডল' খ্যাত গায়িকা।
  • পিছন থেকে এসে প্রথমেই কণিকার পা জড়িয়ে বসে পড়েন, তার পর ওই ব্যক্তির হাত সোজা উঠে যায় উপরের দিকে।
  • এসবের মাঝেই কোনও কিছুর তোয়াক্কা না করে কণিকাকে কোলে তুলতে যান ওই ব্যক্তি।
Advertisement