সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধীরুভাই আম্বানি স্কুলের বার্ষিক অনুষ্ঠান মানেই বলিউডের সেলেব মা-বাবাদের চাঁদের হাট। প্রতিবারের মতো এবারেও তার অন্যথা হয়নি। খান-কাপুর থেকে বচ্চন পরিবার এসেছিলেন বাচ্চাদের পারফরম্যান্স দেখতে। সেই অনুষ্ঠান থেকে শাহরুখ-গৌরীর পাশাপাশি ঐশ্বর্য-অভিষেকের ভিডিও ভাইরাল হয়েছে। আর সেখানেই প্রাক্তন শাহিদ কাপুরের (Shahid Kapoor) সঙ্গে হঠাৎ দেখা করিনা কাপুরের (Kareena Kapoor)। একফ্রেমে প্রাক্তন বলিউড জুটিকে দেখে অনুরাগীরাও উচ্ছ্বসিত। তাঁদের কৌতূহল- 'গীত-আদিত্য কি আরেকবার ফিরবে পর্দায়?'
প্রসঙ্গত, বলিউডের স্টারকিডদের সিংহভাগ ধীরুভাই আম্বানি স্কুলে পড়াশোনা করে। সেই তালিকায় যেমন আরাধ্যা বচ্চন রয়েছে, তেমনই শাহরুখপুত্র অ্যাব্রামের পাশাপাশি সইফ-করিনার দুই সন্তান জেহ এবং তৈমুরও রয়েছে সেই তালিকায়। এমনকী শাহিদ-মীরার দুই সন্তানও সেই স্কুলেরই পড়ুয়া। ধীরুভাই আম্বানি স্কুলের বার্ষিক অনুষ্ঠানেই অতঃপর 'রিউইউনিয়ন'। অনুষ্ঠান চলাকালীন মঞ্চে যখন ছোটছেলে জেহর পারফরম্যান্স চলছে, তখন দর্শকাসন থেকে মুগ্ধভাবে চেয়ে দেখছিলেন করিনা কাপুর। ঠিক পিছনেই বসে শাহিদ কাপুর। তিনিও উপভোগ করছিলেন অনুষ্ঠান। দেখা হল, কথা হল কি প্রাক্তনদের মধ্যে? সেই উত্তর অধরা থাকলেও একফ্রেমে শাহিদ-করিনাকে দেখে অনুরাগীরা 'জব উই মেট' ছবির সিক্যুয়েলের আবদার জানিয়ে ফেললেন। একসময় যে প্রেম বলিউডে হইচই ফেলে দিয়েছিল, যাঁদের চুম্বন ছড়িয়ে পড়েছিল দাবানলের মতো, তা আজ শুধুই নস্ট্যাজিয়ায় বন্দি।
২০০৭ সালে মুক্তি পেয়েছিল ইমতিয়াজ আলির ছবি 'জব উই মেট'। ছবির শুটিং চলাকালীন সময়েই ব্রেক আপ হয়েছিল তাঁদের বলে শোনা যায়। তবে ছবিতে তাঁর কোনও প্রভাব পড়েনি। সেই সময় ছবিটা বক্স অফিসে তুমুল সফল হয়েছিল। আজও রোমান্টিক ছবির কথা উঠলে 'জব উই মেটে'র নাম আসবেই। এবার ছেলেদের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে মুখোমুখি গীত-আদিত্য।