shono
Advertisement

Breaking News

লুকিয়ে মিষ্টি খাচ্ছিলেন রঞ্জিৎ মল্লিক, মেয়ে কোয়েলের হাতেই ধরা পড়ে গেলেন, দেখুন কাণ্ড

বাবা-মেয়ের এই কীর্তি ফাঁস করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
Posted: 08:25 PM May 20, 2022Updated: 08:25 PM May 20, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক প্লেট মিষ্টি হাতের নাগালে পেয়েছিলেন রঞ্জিৎ মল্লিক (Ranjit Mallick)। একটা সবে মুখে দিয়েছিলেন। পিছন থেকে এসে উপস্থিত মেয়ে কোয়েল (Koel Mallick)। এক্কেবারে হাতেনাতে ধরা পড়ে গেলেন অভিনেতা। বাবাকে বিস্তর বকাঝকা করলেন কোয়েল। আমার মিষ্টির প্লেটটিও নিয়ে চলে গেলেন। সোশ্যাল মিডিয়ায় বাবা-মেয়ের এই কাণ্ডের ভিডিও আপলোড করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। 

Advertisement

ভাবছেন ব্যাপারটা কী? তাহলে খোলসা করেই বলা যাক। মজার এই ভিডিওটি তৈরি করা হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘আয় খুকু আয়’ (Aay Khuku Aay) সিনেমার প্রচারের জন্য। ক্যাপশনে লেখা হয়েছে, “মেয়েরাও মাঝে মাঝে বকা দেয়, কারণ মেয়েরাও মায়ের স্নেহে আগলে রাখে তাদের বাবাদের। “

[আরও পড়ুন: নজিরবিহীন সাফল্য ‘অপরাজিত’র, তা সত্ত্বেও ছবি নিয়ে খুঁতখুঁতানি রয়েছে অনীক দত্তর]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement