সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিণ্ডে 'গদ্দার' বিতর্কযজ্ঞে কুণাল কামরার বিরুদ্ধে বড় পদক্ষেপ করে 'বুক মাই শো'। তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে জরুরি ভিত্তিতে কৌতুক শিল্পী কুণাল কামরার সমস্ত কনটেন্ট সরিয়ে ফেলে এই অনলাইন টিকিট বুকিং সংস্থা। এমনকী তাদের নিজস্ব শিল্পীদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কমেডিয়ানের নামও। 'বুক মাই শো'য়ের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার মুখ খুলেছেন কুণাল। নিজের সোশাল মিডিয়ায় কড়া ভাষায় নিন্দাও করেছেন।
বিতর্ক উসকে দিয়ে এবার নিজের এক্স হ্যান্ডেলে 'বুক মাই শো'য়ের সিদ্ধান্তের স্বচ্ছতার বিষয়ে প্রশ্ন তুলেছেন কুণাল। সংস্থার দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে কৌতুকশিল্পী লিখেছেন, 'আপনারা কি দয়া করে জানাবেন আমার শো আপনাদের প্ল্যাটফর্মের তালিকায় থাকছে কিনা? যদি না থাকে তাহলে অবশ্য কোনও অসুবিধা নেই। আমি আপনাদের অসহায়তা বুঝতে পারছি।' পাশাপাশি এক সাক্ষাৎকারে কুণাল দাবি করেছেন, নিষেধাজ্ঞার বিষয়ে 'বুক মাই শো'য়ের তরফে তিনি নাকি কোনও অফিশিয়াল চিঠি পাননি। এমনকী তারা নাকি কোনও পাবলিক স্টেটমেন্টও দেয়নি এই বিষয়ে। স্বভাবতই বিষয়টি নিয়ে জলঘোলার অবকাশ থেকে যাচ্ছে। তিনি আরও বলেন, 'এই ধরনের অস্বচ্ছতার কারণে জনমানসে বিভ্রান্তির সৃষ্টি হয়।'
প্রসঙ্গত, সম্প্রতি মুম্বইয়ের এক হোটেলে কৌতুক পরিবেশনের সময় শিব সেনার দ্বিখণ্ডিত হওয়াকে ব্যঙ্গ করেন কুণাল। নাম না করে একনাথ শিণ্ডেকে ‘গদ্দার’ বলেন। এরপর থেকেই বিতর্কের সুত্রপাত। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসেরও রোষের মুখে পড়েন কুণাল। ফড়ণবিসের দাবি, অবিলম্বে কুণালের ক্ষমা চাওয়া উচিত। যদিও নিজের বক্তব্যে অনড় কুণাল জানিয়েছেন, ক্ষমা তিনি চাইবেন না। বরং আইনের পথে হেঁটে পরিস্থিতির মোকাবিলা করবেন।
শুধু তাই নয়, মার্চের ২৪ তারিখ খার থানায় এফআইআর দায়ের করেন শিব সেনা বিধায়ক মুর্জি প্যাটেল। তার ভিত্তিতেই কুণালকে একাধিকবার সমন পাঠানো হয়েছিল মুম্বই পুলিশের তরফে। গ্রেপ্তারি এড়াতে এরপর আগাম জামিন নেন কৌতুকশিল্পী। এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কুণাল কামরাকে কার্যত নিষিদ্ধ ঘোষণা করেছে 'বুক মাই শো'। এমনকী অনলাইন টিকিট বুকিং সংস্থার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে শিব সেনার সদস্যরা। দলের তরফে রাহুল এন কানাল 'বুক মাই শো'কে চিঠি পাঠিয়ে ধন্যবাদও জানিয়েছিলেন। শোনা যাচ্ছে দলের তরফে রাহুল এন কানালই নাকি চিঠি দিয়ে কুণাল কামরার বিষয়ে নিষেধাজ্ঞা জারির জন্য বুক মাই শোয়ের ওপর চাপ সৃষ্টি করেছিলেন।