shono
Advertisement
Madhumita Sarcar

প্রথম আইবুড়ো ভাত খেলেন মধুমিতা-দেবমাল্য, কন্টিনেন্টাল মেনু আর আড্ডায় জমল আসর

বিয়ের অনুষ্ঠানের প্রথম ধাপ, ছবি দিয়ে কী জানালেন টলিপাড়ার 'চিনি'?
Published By: Sandipta BhanjaPosted: 07:13 PM Dec 15, 2025Updated: 07:52 PM Dec 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই শীতেই বন্ধু দেবমাল্যর গলায় মালা দেবেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)। শুটিংয়ের পাশাপাশি বিয়ের প্রস্তুতিরও তোরজোর চলছে। কানাঘুষো, আগামী জানুয়ারিতে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী। যদিও বিয়ের দিনক্ষণ এখনই ফাঁস করতে নারাজ মধুমিতা, তবে এবার জুটিতে আইবুড়ো ভাতের ছবি পোস্ট করে নিলেন তিনি।

Advertisement

রবিবার, ছুটির দিনে মধুমিতা-দেবমাল্যকে আইবুড়ো খাইয়েছেন বন্ধুবান্ধবরা। তবে নামে 'আইবুড়ো ভাত' হলেও মেনুর ক্ষেত্রে চিরাচরিত প্রথা অনুসরণ করেননি তাঁরা। বরং কন্টিনেন্টাল মেনু আড্ডায় এদিন জমে উঠেছিল অভিনেত্রীর আইবুড়ো ভাতের আসর। পরনে সাদা সালোয়ার। মুখে হাসি। হবু স্বামীকে সঙ্গে নিয়ে ক্যামেরায় পোজ দিতে দেখা গেল মধুমিতাকে। আর অভিনেত্রীর শেয়ার করা আইবুড়ো ভাতের মুহূর্ত দেখেই উচ্ছ্বাস অনুরাগীমহলে। কারণ অতীতের বিচ্ছেদ যন্ত্রণা কাটিয়ে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন তাঁদের প্রিয় দুষ্টু-মিষ্টি অভিনেত্রী। আর সেই প্রেক্ষিতেই মধুমিতাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।

ছবি: সোশাল মিডিয়া

কবে, কোথায় বিয়ের পরিকল্পনা রয়েছে? মধুমিতা আগেভাগেই এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, শীতকাল তাঁর এবং দেবমাল্যর প্রিয় মরশুম। আর সেই মাফিকই নাকি ঠিক হয়েছে বিয়ের দিনক্ষণ। বিয়ের সাজপোশাক নাকি ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছেন মধুমিতা সরকার। যদিও সাতপাকে কবে বাঁধা পড়ছেন? সেপ্রসঙ্গে অভিনেত্রী নিজমুখে কিছুই জানাননি। তবে সিনেইন্ডাস্ট্রির অন্দরমহলে কানাঘুষো, আগামী ২৩ জানুয়ারি পেশায় ইঞ্জিনিয়ার পাত্র দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে মালাবদল করতে চলেছেন মধুমিতা। দিন তিনেক বাদে শোভাবাজার রাজবাড়িতে রিসেপশন হওয়ার কথা। সূত্রের খবর, নিজে বাঙালি পদ ভালোবাসেন বলে বিয়ের মেনুতেও নাকি বাঙালি সুস্বাদু সব পদ রাখবেন অভিনেত্রী। যদিও তাঁদের প্রথম আইবুড়ো ভাতের পাতে বিদেশি পঞ্চব্যঞ্জন দেখা গেল।

মধুমিতা-দেবমাল্যর সম্পর্কের বয়স মোটে পাঁচ বছর হলেও একে-অপরের কাছে তাঁরা সবথেকে 'নিশ্চিন্ত আশ্রয়'। ২০২৪ সালে পুজোর মরশুমেই অনুরাগীদের মন ভেঙে প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়েছিলেন টলিপাড়ার মিষ্টি অভিনেত্রী। তাঁর জীবনে এখন 'নতুন বসন্তে'র ছোঁয়া। উল্লেখ্য, খুব অল্প বয়সেই অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন মধুমিতা। কিন্তু সেসম্পর্ক টেকেনি। ২০১৯ সালে সকলকে অবাক করে দিয়ে মধুমিতা ও সৌরভের বিচ্ছেদ হয়। সেবছরই দেবমাল্যর সঙ্গে আলাপ হয় অভিনেত্রীর। এদিকে প্রথম বিয়ে ভাঙার পর কেরিয়ারে মন দেন অভিনেত্রী। তবে কাজের ব্যস্ততার ফাঁকেই তাঁর জীবনে উঁকি দেয় নতুন প্রেম। যে সম্পর্ক এবার দনাতলায় মধুর পরিণতি পেতে চলেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবার, ছুটির দিনে মধুমিতা-দেবমাল্যকে আইবুড়ো খাইয়েছেন বন্ধুবান্ধবরা।
  • কন্টিনেন্টাল মেনু আড্ডায় এদিন জমে উঠেছিল অভিনেত্রীর আইবুড়ো ভাতের আসর।
  • অতীতের বিচ্ছেদ যন্ত্রণা কাটিয়ে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন তাঁদের প্রিয় দুষ্টু-মিষ্টি অভিনেত্রী।
Advertisement