shono
Advertisement
Malaika Arora

'বুকে রইল ভালোবাসা...!' নতুন পোস্ট মালাইকার, অর্জুনকে ভুলে ফের প্রেমে পড়লেন?

মালাইকার সঙ্গে ব্রেকআপের পর অবসাদে ভুগছেন অর্জুন।
Published By: Akash MisraPosted: 03:15 PM Nov 18, 2024Updated: 05:15 PM Nov 18, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অর্জুনের সঙ্গে ব্রেকআপ নিয়ে এখনও পর্যন্ত একটিবারও মুখ খোলেননি মালাইকা অরোরা (Malaika Arora)। অন্য়দিকে অর্জুন কিন্তু প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন, তিনি একেবারে সিঙ্গল। এমনকী, স্পষ্ট এটাও জানিয়েছেন, মালাইকার সঙ্গে ব্রেকআপের পর অবসাদে ভুগছেন তিনি। তবে এসবে ভ্রুক্ষেপ নেই মালাইকার। বরং রোজই সোশাল মিডিয়ায় একটার পর একটা নতুন পোস্ট দিয়ে যাচ্ছেন। যা দেখে নেটিজেনরা মনে করছেন, মালাইকা অর্জুনকে ভুলে, এখন নতুন প্রেমে মত্ত! হ্য়াঁ, মালাইকার সাম্প্রতিক পোস্টও তাই ইঙ্গিত করছে।

Advertisement

নতুন কী লিখলেন মালাইকা?

সম্প্রতি ইনস্টাগ্রামে মালাইকা একটা স্টোরি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখলেন, ''সুপ্রভাত, দিনের শুরু হোক একমুখ হাসি, মনের শান্তি এবং বুক ভরা ভালোবাসা এবং আনন্দকে সঙ্গে নিয়েই।''

একদিকে প্রাক্তন অর্জুন রয়েছেন অবসাদে। আরেকদিকে মালাইকার এমন পোস্ট। মালাইকার কঠোর হৃদয় দেখে নেটপাড়া একেবারে অবাক। সবার মনেই প্রশ্ন, এত জলদি অর্জুনকে ভুলে গেলেন মালাইকা?

মালাইকার ইনস্টাগ্রাম স্টোরি।

মালাইকা অরোরার সঙ্গে ব্রেকআপ হওয়ার পর থেকেই অর্জুনের মন কেমন। রোহিত শেট্টির ‘সিংহম এগেইন’ ছবিতে অভিনয় করে প্রশংসা পেলেও, অর্জুনের হেলদোল নেই। বরং অর্জুন ডুবে রয়েছেন এক মনখারাপের দিনরাত্রিতেই।

এক সাক্ষাৎকারে মালাইকার সঙ্গে ব্রেকআপ নিয়ে বলতে গিয়ে অর্জুন বলেন, ”একাকিত্ব এই প্রথম নয়, ২০১৪ সালে মায়ের মৃত্যুর পর থেকেই আমার অভ্যাস হয়ে গিয়েছে। এই সময়টাই নিজেকে তৈরি করেছি। অভিনেতা হয়েছি। কাজ আমাকে ব্যস্ত রাখত। তাই একাকীত্ব আমাকে গ্রাস করতে পারেনি।” মালাইকাকে ইঙ্গিত করে অর্জুন বলেন, ”তবে সম্প্রতি যেটা, যেভাবে ঘটেছে, তা সম্মাজনকভাবেই হয়েছে। তাই একাকিত্ব থাকলেও, দুঃখ এবং হতাশাটা কম। তবে এটা বুঝতে পেরেছি, সেলফ কেয়ার অত্যন্ত জরুরি। এটা নিজেকে এগিয়ে নিয়ে যায়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অর্জুনের সঙ্গে ব্রেকআপ নিয়ে এখনও পর্যন্ত একটিবারও মুখ খোলেননি মালাইকা অরোরা।
  • ২০১৪ সালে মায়ের মৃত্যুর পর থেকেই আমার অভ্যাস হয়ে গিয়েছে।
Advertisement