সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী অভিনীত ওয়েব 'ডাইনি' সিরিজটি। নির্ঝর মিত্র পরিচালিত এই সিরিজ নিয়ে দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া। ৬ পর্বের এই সিরিজে মিমির অভিনয় যথেষ্ট প্রশংসিত। কিন্তু সেই সিরিজ দেখেই সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন টলিপাড়ার পরিচিত মুখ পরমা বন্দ্যোপাধ্যায়। এমনকী তিনি মিমিকে কটাক্ষ করতেও ছাড়েননি। কিন্তু ঠিক কী কারণে 'রোজগেরে গিন্নি' পরমার তোপের মুখে পড়লেন মিমি?
পরমার মতে, মিমি নাকি এই সিরিজে অত্যাধিক লিপ ফিলার করিয়েছেন! আর সেই কারণেই স্বাভাবিকভাবে সংলাপ ডেলিভারি করতেই পারেননি অভিনেত্রী। নিজের সোশাল মিডিয়ায় এমনই মন্তব্য করেছেন পরমা। সম্প্রতি তিনি ওয়েব সিরিজটি দেখে নিজের সোশাল মিডিয়ায় লিখেছেন, 'হইচই অ্যাপটা ফোন থেকে ডিলিট করে দিয়েছিলাম বহুকাল আগে। ডাইনি ওয়েব সিরিজের ভুরিভুরি হাইপ আর কিছু ইউটিউবারের প্রশংসা শুনে আমিও ৪৯৯ টাকায় বোকা বনে গেলাম। মেরেকেটে, অতি কষ্টে ৩টে এপিসোড অবধি! তারপর ব্যাস! আর না!'
কিন্তু গায়িকা পরমা কেন গোটা ওয়েব সিরিজটি দেখতে পারেননি, সেই ব্যাখ্যাও দিয়েছেন নিজেই। 'দু একজন ভালো অভিনেতা আছেন, কিন্তু তাঁদের অভিনয় দেখানোর স্কোপ খুবই কম। প্রধান অভিনেত্রী এত বেশি লিপ ফিলিং করিয়েছেন যে ডায়ালগ বলতে গিয়ে ঠোঁটটা খুলছেও না ভালো করে। ইনি এক সময় গানের ওপারে সিরিয়ালে পুপের ভূমিকায় ছিলেন। ওনার অভিনয়ে আমরা মুগ্ধ হতাম, ভাবতে কেমন লাগে! সিরিজটা যতটুকু দেখলাম, খুব জঘন্য লাগলো। যাত্রা টাইপ। সামাজিক পালা।' এমনকী 'টোটাল ওয়েস্ট অফ মানি' বলেও কটাক্ষ করেছেন।
পরমার সোশাল মিডিয়া পোস্ট ঘিরে তোলপাড় নেটদুনিয়ায়। অনেকেই পরমার কথার সঙ্গে সহমত পোষণ করেছেন। কিন্তু তাঁর বিরোধিতায় সরব হয়েছেন মিমির অনুরাগীরা। কেউ কেউ বলেছেন, 'হিন্দি ছবির অভিনেত্রীরা ফিলিং করালে আহ্লাদিত হব, আর বাঙালি হলে আমাদের সমালোচনা...' তবে ভালো-খারাপ মিশিয়ে সিরিজটির মার্কশিট অবশ্য এখনও ঊর্ধগামী।