সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী অভিনীত ‘ডাইনি’ ওয়েব সিরিজটি। নির্ঝর মিত্র পরিচালিত এই সিরিজ একপ্রকার দর্শক মহলে সাড়া ফেলে দিয়েছে। কিন্তু সেই সিরিজ দেখেই সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন টলিপাড়ার ‘রোজগেরে গিন্নি’ পরমা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর কটুক্তির ভাষা নিয়ে আবার বাংলা বিনোদুনিয়ায় শোরগোল। ‘ডাইনি’ নাপসন্দ হওয়ায় পরমা সিরিজটিকে ‘যাত্রা টাইপ’ বলে কটাক্ষ করেছিলেন। সেই প্রেক্ষিতেই পালটা সুর চড়িয়ে যাত্রাসম্রাজ্ঞী কাকলি চৌধুরী পরমাকে 'সাবধানে কলম চালানো'র হুঁশিয়ারি দেন। এরপর জোর টক্কর শুরু হয় যাত্রাসম্রাজ্ঞী কাকলি চৌধুরী ও পরমার মধ্যে। এবার সেই বিতর্কে মুখ খুললেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
এই প্রসঙ্গে রাহুল নিজের সোশাল মিডিয়া পেজ থেকে এক ভিডিওবার্তায় ক্ষোভ উগরে দিয়েছেন সঙ্গীতশিল্পী পরমা বন্দ্যোপাধায়ের বিরুদ্ধে। লাইভে এসে অভিনেতা বলেছেন, "পরমাদি আপনি যাত্রার কতটুকু জানেন? যাত্রায় শুধুই চড়া দাগের অভিনয় হয় আপনাকে কে বলল? আমি যাত্রা করেছি বলে জানি, তিনঘণ্টা আলোর সামনে দাঁড়িয়ে পারফর্ম করাটা কতটা কঠিন...দিনের পর দিন ক্ষমাহীন দর্শকদের মনোরঞ্জন করেন যাঁরা তাঁদের ক্ষমতা কম নয়। তাই যাত্রা টাইপ কথাটা আপনার মুখে মানায় না।"
পাশাপাশি রাহুলের প্রশ্ন , "অনল-কাকলিকে চেনেন না, পরমা বন্দ্যোপাধ্যায় আপনার লজ্জা হওয়া উচিত...। একবার কলকাতার বাইরে গিয়ে জানুন অনল-কাকলি কে?" ভিডিওর শেষে পরমাকে পরামর্শ দিয়ে রাহুল বলেছেন, "শিল্পী হলে আগে অন্য শিল্পকে শ্রদ্ধা করতে শিখুন পরমাদি।" রাহুলের এই মন্তব্য যাত্রা বিতর্ককে যে আরও একবার উসকে দিল, সেকথা বলাই যায়।