বৃহস্পতিবার, ২১ জানুয়ারি আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন টেলিপর্দার 'বাহামণি' ওরফে রণিতা দাস (Ranita Das)। খবর, এদিন 'ও মন দরদিয়া' ধারাবাহিকের শুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। হঠাৎ মাথায় তীব্র যন্ত্রণা অনুভব করায় সেট থেকেই তড়িঘড়ি দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় রণিতাকে। খবর প্রকাশ্যে আসার পর থেকেই রণিতার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন টেলিদর্শক তথা অনুরাগীরা। কেমন আছেন 'বাহামণি'? এবার হাসপাতালের বেড থেকেই জানান দিলেন অভিনেত্রী।
শুক্রবার সেলেবপাড়া যখন বাগদেবীর আরাধনায় ব্যস্ত, তখন হাসপাতালের বেডে চিকিৎসাধীন রণিতা দাস। স্বাভাবিকভাবেই উৎসবের দিনে শয্যাশায়ী হওয়ায় মন ভালো নেই অভিনেত্রীর। তবে অনুরাগীদের প্রার্থনা আর ভালোবাসাই যে তাঁকে মানসিক শক্তি জোগাচ্ছে, সেকথা জানাতে ভোলেননি তিনি। রণিতার শেয়ার করা ছবিতে দেখা গেল, হাতে স্যালাইনের চ্যানেল করা। আরেকটি ছবিতে হাসপাতালের বেডে শুয়ে উদাসীনভাবে তাকিয়ে থাকতে দেখা গেল অভিনেত্রীকে। রণিতা জানালেন, "এই সময়টা ব্যাখ্যা করা কঠিন। কিন্তু যারা আমাকে সত্যিই ভালোবাসেন, তারা এখন আমাকে আরও একটু শক্ত করে ধরে রাখুন। কারণ আমার ভিতরের ছোট্ট সত্তাটা এখনও সূঁচ আর রক্ত দেখলে ভয়ে কেঁপে ওঠে।"
রণিতার সংযোজন, "ঈশ্বর আসলে আমাদের কিছু নির্দিষ্ট মুহূর্তে ফেলে দেন। যাতে আমরা বুঝতে পারি আমরা কোথায় মানসিকভাবে নিরাপদ ও সুরক্ষিত বোধ করতে পারি। এবং কোথায় করি না। আমি এখন ঈশ্বরের হাতে আছি এবং তিনি আমার যত্ন নিচ্ছেন।" যত তাড়াতাড়ি সম্ভব শুটিং ফ্লোরে ফেরার যথাসাধ্য চেষ্টা করছেন বললেও জানালেন তিনি।
এই মুহূর্তে 'ও মোর দরদিয়া' ধারাবাহিকে দেখা যাচ্ছে রণিতা দাসকে। যেহেতু এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে রয়েছেন তিনি, তাই তাঁকে বাদ দিয়ে ধারাবাহিকের শুটিং চালিয়ে নিয়ে যাওয়া কার্যত অসম্ভব। তাই পুরনো ছন্দে তিনি কবে শুটিং ফ্লোরে ফিরবেন সেদিকেই তাকিয়ে সকলে। রণিতার দ্রুত আরোগ্য কামনা করছেন সহকর্মীরা।
