shono
Advertisement
Pushpa 2

আল্লুর গ্রেপ্তারি 'পুষ্পা ২'র শাপে বর! বিপুল লক্ষ্মীলাভ, কত টাকা আয় হল ছবির?

শুক্রবার তারকাকে গ্রেপ্তার করা হয়।
Published By: Suparna MajumderPosted: 09:00 AM Dec 15, 2024Updated: 09:05 AM Dec 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজতে আল্লু অর্জুনের এক দিনের বনবাস। তাতেই চড়চড়িয়ে বেড়েছে 'পুষ্পা ২: দ্য রুল' সিনেমার আয়। বিশেষ করে দেশে। সারা বিশ্বের আয়ের নিরিখে আগেই হাজার কোটি ছাড়িয়েছে দক্ষিণী ছবি। এবার দেশে আটশো কোটির বেশি ব্যবসা করে ফেলল। শুধুমাত্র হিন্দি ভাষায় ছবির আয় পাঁচশো কোটি ছাড়িয়ে গিয়েছে।

Advertisement

শুক্রবার দিনভর যা চলেছে, তা সিনেমাকেও হার মানায়। আল্লু অর্জুনের গ্রেপ্তারি, জেল হেফাজত, অন্তর্বর্তী জামিন পাওয়া – এসব নিয়ে সরগরম ছিল সিনেদুনিয়া। গত ৪ ডিসেম্বর, হায়দরাবাদে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড়ে এক মহিলার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার করা হয় অভিনেতাকে। আদালতে ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয় তাঁকে।

এর পরই সন্ধ্যায় আল্লু অর্জুনকে হায়দরাবাদের চঞ্চলগুড়া জেলে নিয়ে যাওয়া হয়। যদিও কয়েকঘন্টার মধ্যেই ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়ে যান ‘পুষ্পা’। তবে সময়মতো রিলিজ অর্ডার জেলে না পৌঁছনোয় শুক্রবার গোটা রাত গারদেই কাটাতে হয় আল্লু অর্জুনকে। শনিবার সকাল ৬.৩৫ মিনিট নাগাদ চঞ্চলগুড়া জেলের পিছনের দরজা থেকে বেরিয়ে আসতে দেখা যায় ‘পুষ্পা’কে। তারপর দিনভর তারকার বাড়ির সামনে ছিল অনুরাগীদের ভিড়। দক্ষিণী তারকারাও এসেছিলেন দেখা করতে।

পরে সাংবাদিকদের সামনে এসে আল্লু সকলকে পাশে থাকার জন্য ধন্যবাদ দেন এবং নিহত মহিলার পাশে থাকার কথাও জানান। নায়কের এমন ব্যবহার অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে। তাতেই 'পুষ্পা ২: দ্য রুল' সিনেমার আয়ের গতি হয়েছে তরান্বিত। শনিবারের হিসেবে সারা বিশ্বের ছবির আয় ১০৬৭ কোটি টাকা। অর্থাৎ ১১০০ কোটির মাইলস্টোন ছোঁয়ার অপেক্ষা। দেশে ছবির মোট আয় ৮২৪ কোটি টাকা। শোনা গিয়েছে, আল্লুর গ্রেপ্তারির পর ছবির আয় ৭১ শতাংশ বেড়ে গিয়েছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শোনা গিয়েছে, আল্লুর গ্রেপ্তারির পর ছবির আয় ৭১ শতাংশ বেড়ে গিয়েছে।
  • সারা বিশ্বের আয়ের নিরিখে আগেই হাজার কোটি ছাড়িয়েছে দক্ষিণী ছবি।
  • এবার দেশে আটশো কোটির বেশি ব্যবসা করে ফেলল।
Advertisement