shono
Advertisement

Breaking News

Rituparna Sengupta

এখনও ভেন্টিলেশনে, কেমন আছেন ঋতুপর্ণা সেনগুপ্তর মা?

দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি অভিনেত্রীর মা নন্দিতা সেনগুপ্ত।
Published By: Suparna MajumderPosted: 05:59 PM Nov 08, 2024Updated: 09:28 PM Nov 08, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ ঋতুপর্ণা সেনগুপ্তর মা নন্দিতা সেনগুপ্ত। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। সংবাদমাধ্যম সূত্রে জানা যায় এই খবর। খবরে সিলমোহর দিয়েছেন অভিনেত্রী নিজেই। সংবাদ প্রতিদিন ডিজিটালের প্রতিনিধির প্রশ্নের উত্তরে তিনি জানান, এখনও ভেন্টিলেশনে রয়েছেন নন্দিতা সেনগুপ্ত।

Advertisement

অনেক দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছেন ঋতুপর্ণা সেনগুপ্তর মা। অভিনেত্রী জানান, লাগাতার ডায়ালিসিসের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। এখন কিডনির অবস্থা সামান্য ভালো হলেও নিঃশ্বাসের সমস্যা রয়েছে।  একাধিক শারীরিক পরীক্ষা করা হয়েছে নন্দিতা সেনগুপ্তর। তাঁর প্লেটলেট কাউন্টও বেশ কম বলেই খবর। পরিস্থিতির গুরুত্ব বুঝেই অভিনেত্রীর মাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

বৃহস্পতিবারই জীবনের নতুন বছরে পা রেখেছেন ঋতুপর্ণা। কিন্তু মায়ের শারীরিক অবস্থার কারণে অভিনেত্রীর মনখারাপ। এবিষয়ে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিনেত্রী জানান, ভেন্টিলেশন শব্দটি শুনলেই অনেকে ভয় পেয়ে যান। ভয় তো ঋতুপর্ণারও করছে। তবে নিজের ইতিবাচক ভাবনা ধরে রাখার চেষ্টা করছেন তিনি।

ঋতুপর্ণা জানান, তাঁর মা নন্দিতা সেনগুপ্ত অত্যন্ত লড়াকু মনের মানুষ। সেই কারণেই তিনি এই যুদ্ধেও নিশ্চয়ই জয়ী হয়ে ফিরবেন। আশা ঋতুপর্ণাও ছাড়ছেন না। শোনা গিয়েছে, শাশুড়ি মায়ের অসুস্থতার খবর পেয়ে কলকাতায় এসেছেন অভিনেত্রীর স্বামী সঞ্জয় চক্রবর্তী। ঋতুপর্ণার ভাইও কলকাতায় এসেছেন। মুম্বই থেকে এসে পৌঁছেছেন মাসতুতো বোন। প্রিয় অভিনেত্রীর মা দ্রুত সুস্থ হয়ে বাড়িতে ফিরুন, এই কামনাই করছেন অনুরাগীরা।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জানা গিয়েছে, অনেক দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছেন ঋতুপর্ণা সেনগুপ্তর মা।
  • দিন দশেক হল তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Advertisement