shono
Advertisement
Sara Tendulkar

শুভমান অতীত, বলি অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীতে মন মজল শচীনকন্যা সারার?

একাধিক অনুষ্ঠানে একসঙ্গে নাকি দেখা গিয়েছে তাঁদের।
Published By: Sayani SenPosted: 02:15 PM May 04, 2025Updated: 02:15 PM May 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাতাসে বহিছে প্রেম...। শুভমান গিল এখন অতীত। শচীনকন্যা সারা নাকি এখন মন দিয়েছেন বলিপাড়ার সিদ্ধান্ত চতুর্বেদীকে। দু'জনেই যদিও এ বিষয়ে স্পিকটি নট। তবে কানাঘুষো শোনা গিয়েছে, একাধিক রেস্তরাঁয় একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। সারার ঘনিষ্ঠ বৃত্তের একজনের দাবি, সিদ্ধান্ত এবং সারার বন্ধুত্ব নাকি খুব বেশিদিনের নয়। কিন্তু তাঁদের রসায়ন খুবই মিষ্টি। তাঁরা একে অপরের সান্নিধ্যও নাকি উপভোগ করেন যথেষ্ট। ওই ব্যক্তির দাবি, তাঁরা দু'জনকে এভাবেই দেখতে চান আজীবন।

Advertisement

বি টাউনের সঙ্গে বাইশ গজের কারও প্রেম নতুন নয়। বহু জুটির সম্পর্ক সংসার পর্যন্তও গড়িয়েছে। শচীনকন্যা সারা মডেলিংয়ে করেন। তারই ফাঁকে শুভমান গিলের সঙ্গে মন দেওয়া নেওয়া সেরেছিলেন বলেই শোনা গিয়েছিল। শুভমান গিলের সঙ্গে নাম জড়িয়ে বছর দুয়েক আগে বিশ্বকাপের মরশুমে সারা টক অফ দ্য টাউন হয়ে যান। ঠিক সেই সময় সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে শুভমান ও সারার একটি ঘনিষ্ঠ ছবি। যা নিয়ে তোলপাড় নেটপাড়া। পরে অবশ্য জানা যায়, সারা ও শুভমানের এই ছবি ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

আবার এদিকে শোনা গিয়েছিল সিদ্ধান্ত চতুর্বেদীর জীবনও বেশ রঙিন। বিগ বি-র নাতনি নভ্যার সঙ্গে প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছিলেন। বচ্চন পরিবারের নাতজামাই হতে চলেছেন বলেই ভাবছিলেন অনেকে। তারই মাঝে সিদ্ধান্তের সঙ্গে জুড়ল শচীনকন্যা সারার নাম। শহরের একাধিক জায়গায় নাকি দেখা গিয়েছে তাঁকে। তবে কি নভ্যার সঙ্গে সিদ্ধান্তের এবং সারার সঙ্গে শুভমানের সম্পর্কে চিড় ধরল? কেনই বা তাঁদের সম্পর্ক ভাঙল? আবার কবে-ই বা জুড়ল সারা ও সিদ্ধান্তের মন, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে যদিও মুখ খোলেননি সারা কিংবা সিদ্ধান্ত কেউ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুভমান অতীত। সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে নাকি প্রেম করছেন শচীনকন্যা সারা।
  • কানাঘুষো শোনা গিয়েছে, একাধিক রেস্তরাঁয় একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের।
  • দু'জনেই যদিও এ বিষয়ে স্পিকটি নট।
Advertisement