shono
Advertisement
Rupanjana Mitra

ঠাকুরপুকুর কাণ্ডের জেরে বন্ধ শুটিং! মদ্যপ পরিচালকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রূপাঞ্জনা

ঘটনায় জড়িয়ে পড়েছে বেশ কয়েকজন অভিনেতার নামও।
Published By: Manasi NathPosted: 07:13 PM Apr 07, 2025Updated: 07:18 PM Apr 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার থেকেই টলিপাড়ায় তোলপাড়। শুধু টলিপাড়া নয়, ক্ষোভ জমেছে আমজনতার মনেও। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ঠাকুরপুকুর বাজার এলাকায় ছয় ব্যক্তিকে পিষে দেওয়ার অভিযোগ উঠেছে ছোটপর্দার পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাসের বিরুদ্ধে। পরিচালকের সঙ্গে ছিলেন এক জনপ্রিয় বাংলা চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজকও। জখমদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ঘটনায় অভিযুক্ত পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শোনা যাচ্ছে, এই ঘটনার রেশ পড়েছে 'ভিডিও বৌমা' ধারাবাহিকের সেটেও। কারণ অভিযুক্তরা দু'জনেই এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত। ঘটনার প্রতিবাদে এবার মুখ খুলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। 

Advertisement

অভিনেত্রী নিজের সোশাল মিডিয়া পেজে ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, 'আমাদের বাংলা ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রি এরকম নয়।' পাশাপাশি তিনি লেখেন, 'যারা নিজেদের সম্মান রাখতে পারে না... মদ্যপান করে হুঁশ হারিয়ে গাড়ি চালিয়ে মানুষ পিষে ফেলে ভাবে পার পেয়ে যাবে, তাদের কি হাল করে সাধারণ মানুষ তা তো নিজের চোখে ভিডিওতেই দেখলাম, তবে এটাও দেখলাম কত মানুষ একটি মেয়েকে পন্য বানিয়ে দিল... কার দোষ সেটা উপরওয়ালা বিচার করবেন আর আদালত। তবে ভিডিওগুলো যে হারে কনটেন্টের মতো ভাইরাল হচ্ছে সেটাও কি খুব দরকার? সত্যি লজ্জা করছে। হুঁশ নেই যাদের তারা আবার কীসের মানুষ?' এভাবেই নিজের ক্ষোভের কথা জানিয়েছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, জানা গিয়েছে শহরের এক পানশালায় শনিবার রাতে পার্টিতে মেতেছিলেন ছোটপর্দার পরিচালক ভিক্টো, এক নামী চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক, অভিনেতা আরিয়ান ভৌমিক, ঋতুপর্ণা সেন, স্যান্ডি সাহারা। পার্টি থেকে সকালে ফেরার পথে এই গাড়ি দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরিয়ান, স্যান্ডি ও ঋতুপর্ণার নামও জড়িয়েছে বলে খবর। যদিও তাঁরা অভিযোগ অস্বীকার করেছেন। অভিনেতাদের সকলকেই এই মুহূর্তে ছোটপর্দার 'ভিডিও বৌমা' ধারাবাহিকে দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে, সোমবার সেটে এই ধারাবাহিকের শুটিং বন্ধ ছিল। তার বদলে হয়েছে কিছু আউটডোর কাজ।  

 

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে ঠাকুরপুকুর বাজার এলাকায় ছয় ব্যক্তিকে পিষে দেওয়ার অভিযোগ উঠেছে ছোটপর্দার পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাসের বিরুদ্ধে।
  • জখমদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
  • ঘটনার প্রতিবাদে এবার মুখ খুলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র।
Advertisement