সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩০ মার্চ, ইদে বড়পর্দায় মুক্তি পেয়েছে সলমন খান অভিনীত 'সিকন্দর'। বহু প্রতীক্ষিত এই ছবি ঘিরে প্রত্যাশার পারদ ছিল আকাশছোঁয়া। দর্শক অনুরাগীদের সেই প্রত্যাশার সবটা পূরণ হয়নি। বক্স অফিসেও তেমন ভালো ফল করেনি সলমনের 'সিকন্দর'। এই আবহে নিজের কেরিয়ার ও আগামী ছবি নিয়ে যথেষ্ট দোলাচলে বলি সুপারস্টার। নিজের সব দ্বিধা কাটাতে এবং কেরিয়ার বাঁচাতে এবার দর্শক-অনুরাগীদের শরণাপন্ন হলেন 'টাইগার'।
গত ৫ এপ্রিল মুম্বইয়ের এক অনুষ্ঠানে একদল ভক্তের সঙ্গে দেখা করেন ভাইজান। সেখানেই অনুরাগীদের সঙ্গে নিজের সাম্প্রতিক কাজ, কেরিয়ার, ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু নিয়েই খোলামেলা আলোচনা করেন অভিনেতা। সূত্রের খবর, অনুরাগীদের থেকে সলমন সরাসরি জানতে চান, তাঁকে নিয়ে অনুরাগীদের প্রতিক্রিয়া ও প্রত্যাশা ঠিক কী? 'সিকন্দর'কে নিয়ে নিজেদের মতামত দিয়েছেন ভক্তরাও। অনুরাগীদের এই ভালোবাসা ও উদ্বেগ সলমনের মনে গভীর প্রভাব ফেলেছে। শোনা যাচ্ছে, আগামিদিনে তিনি দর্শকের পছন্দ ও চাহিদার কথা মাথায় রেখেই ছবি নির্বাচন করবেন।
প্রসঙ্গত, 'সিকন্দর' বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও বলি সুপারস্টারের হাতে রয়েছে একাধিক প্রজেক্ট। তার মধ্যে উল্লেখযোগ্য 'কিক' ছবির সিক্যুয়েল 'গঙ্গারাম'। এই ছবিতে সলমন খান সঞ্জয় দত্তের সঙ্গে অভিনয় করবেন। 'সিকন্দর' মুক্তির পরই নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েন সলমন। 'দেবা' ছবিটি দেখে অনেকেই ভাইজানকে শাহিদ কাপুরকে অনুকরণের পরামর্শ দেন। বিশেষজ্ঞদের মতে সেই সমস্ত সমালোচনার যোগ্য জবাব দেওয়ার পথই খুঁজছেন 'সিকন্দর' সলমন। এই আলোচনার পরিপ্রেক্ষিতেই নিজের ভবিষ্যতের রুটম্যাপও নাকি ঠিক করতে চান অভিনেতা।