সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই বলিউডের ভাইজানের জন্মদিন। ২৭ ডিসেম্বর, শনিবার ষাট বছরে পা রাখবেন সলমন। কিন্তু বয়স তাঁর কাছে একটা সংখ্যামাত্র। প্রতিবছর সলমনের জন্মদিনে থাকে বিশেষ আয়োজন। পরিবার, বন্ধু ও ঘনিষ্ঠদের নিয়ে জন্মদিন উদযাপনে মাতেন সলমন। কিন্তু সেসবের মাঝেও সচেতন থাকেন তিনি নিজের নিরাপত্তা নিয়ে। বিগত দিনে লাগাতার খুনের হুমকিতে নিজের বাড়িতে কোনও অনুষ্ঠান হোক বা বাইরে, নিরাপত্তা নিয়ে বিশেষ সচেতন হতে দেখা গিয়েছে ভাইজানকে। এবারও তার ব্যাতিক্রম হবে না। ঘনিষ্ঠদের নিয়েই এবছরও পানভেলে রুদ্ধদ্বার জন্মদিন উদযাপনে মাতবেন সলমন। ঠিক কী প্ল্যান এবছর? কীভাবে নিজের জন্মদিন উদযাপন করবেন তিনি?
সর্বভারতীয় সংবাদসূত্র মারফত জানা যাচ্ছে, প্রতিবছরের মতোই এবছরও পানভেল ফার্মহাউসেই হতে চলেছে সলমনের জন্মদিনের (Salman Khan Birthday) উদযাপন। ঘনিষ্ঠজনেদের নিয়েই হবে এই জন্মদিনের পার্টি। কারা থাকছেন আমন্ত্রিতের তালিকায়? জানা যাচ্ছে যে, সলমনের এত বছরের কেরিয়ারে সবথেকে মজবুত সম্পর্ক যে পরিচালক, প্রযোজক ও অভিনেতাদের সঙ্গে তাঁরাই থাকবেন আমন্ত্রিত হিসেবে। উপহারের তালিকায় কী থাকবে তা এখনও সঠিকভাবে না জানা গেলেও যেটুকু শোনা যাচ্ছে তাতে, সুপারস্টারের জন্মদিনের পার্টিতে তাঁর ফিল্মি জীবনের জার্নি একটি বিশেষ ভিডিওতে তুলে ধরা হবে। যেখানে থাকবে তাঁর সঙ্গে বিভিন্ন ছবিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে পরিচালকদের নানা বার্তা, জন্মদিন ও আগামীর শুভেচ্ছা।
প্রতিবছর সলমনের জন্মদিনটি কেক কেটে পানভেলে যেভাবে সেলিব্রেট করা হয় তা এবছর অপরিবর্তিত থাকবে। এমনকী প্রতিবছর জন্মদিনে ভাইজানের পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হওয়াতেও কোনও ছেদ পড়বে না বলেই মনে করছেন সকলে। উল্লেখ্য, বলিউডের তিন খানের ক্যারিশ্মা কারও অজানা নয়। শুধু তাই নয় একইসঙ্গে তাঁরা এবছর তিনজনেই ষাট বছরে পা রাখলেন। বছরের শুরুতে মার্চ মাসে ষাটে পা রেখেছেন আমির। নভেম্বরে ষাট বছরে পা রেখেছেন বলিউডের কিং খান আর এবার বলিউডের ভাইজানের পালা। ষাটে পা রাখবেন তিনি। আর রাত পোহালেই তাঁর সেই জন্মদিন উদযাপনের পালা।
