shono
Advertisement
sayantani guhathakurta

বিয়ে করছেন সায়ন্তনী গুহঠাকুরতা! খবর ফাঁস করলেন অভিনেত্রী নিজেই

Published By: Akash MisraPosted: 09:14 AM Jun 15, 2024Updated: 09:14 AM Jun 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ার প্রেম গুঞ্জনে মাঝে মধ্যেই শোনা যায় সায়ন্তনী গুহঠাকুরতার প্রেমকাব্য। কয়েক মাস আগে তো তাঁর সঙ্গে নাম জুড়েছিল অভিনেতা জিতু কমলের। তবে এবার আর কোনও গুঞ্জন নয়। সায়ন্তনী নাকি বিয়ে করতে চলেছেন!

Advertisement

ব্য়াপারটা একটু বিশদে বলা যাক বরং। কারণ, সায়ন্তনীর বিয়ের খবরে রয়েছে টুইস্ট। আসলে এই বিয়ে পুরোটাই ফিল্মি কাণ্ড। হ্যাঁ, পরিচালক রাজর্ষি দের 'এবার দার্জিলিং'- ছবিতেই সাত পাকে বাঁধা পড়বেন সায়ন্তনী।

[আরও পড়ুন: চিরঞ্জিতের বাড়িতে পোশাক পালটে শুটিং! দেবলীনা জানালেন ‘হেমা মালিনী’র গল্প ]

এক সংবাদ মাধ্যমকে সায়ন্তনী জানিয়েছেন, ''সবটাই হচ্ছে পর্দায়। রাজর্ষি দে-র আগামী ছবি এ বার দার্জিলিং ছবিতে অভিনয় করছি। বিবাহিত মহিলার চরিত্র। সেখান থেকেই এই খবর ছড়িয়েছে।''

তা ছবিতে সায়ন্তনী কার গলায় মালা দিতে চলেছেন? সেখবর অবশ্য খোলসা করেননি অভিনেত্রী। তবে শোনা যাচ্ছে, রাজর্ষির এই ছবিতে থাকবেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এর আগেও রাজর্ষির ছবিতে অভিনয় করেছেন রাহুল। তবে শুধু রাহুল নয়, এই ছবিতে রয়েছেন ব্রাত্য বসু, অঞ্জন দত্ত, শাশ্বত চট্টোপাধ্যায়। সূত্রের খবর পুজোর পরে গোটা টিম নিয়ে দার্জিলিংয়ে শুটিং হবে এই ছবির।

[আরও পড়ুন: হার না মানার গল্প ‘চন্দু চ্যাম্পিয়ন’, বলিউডের এই বায়োপিক কেমন হল? পড়ুন রিভিউ ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সূত্রের খবর পুজোর পরে গোটা টিম নিয়ে দার্জিলিংয়ে শুটিং হবে এই ছবির।
  • পরিচালক রাজর্ষি দের 'এবার দার্জিলিং'- ছবিতেই সাত পাকে বাঁধা পড়বেন সায়ন্তনী।
Advertisement