সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখের কিং ছবিতে আচমকাই রদবদল। ছবির শুটিং অল্প শুরু হওয়ার পরই টুক করে পরিচালক বদল করে ফেললেন শাহরুখ! বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এতদিন কিং ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন 'কাহানি' খ্যাত পরিচালক সুজয় ঘোষ। চিত্রনাট্য লেখার কাজ সেভাবেই এগিয়েছে। এমনকী, অল্প বিস্তর শুটিংও নাকি করেছিলেন শাহরুখ অ্যান্ড টিম। তবে সূত্র বলছে, আপাতত পুরনো প্ল্যান বাতিল। শাহরুখ নাকি এই ছবি তৈরি করার দায়িত্ব দিচ্ছেন 'পাঠান' খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দকে। ইতিমধ্যেই নাকি সিদ্ধার্থ এই ছবির শুটিংয়ের জন্য রেইকি করতে শুরু করেছেন। সব ঠিকঠাক চললে ২০২৫ সালের মার্চ মাসে এই ছবির নতুন করে শুটিং শুরু হবে। তবে হঠাৎ কেন এই পরিচালক বদল, তা স্পষ্ট করেননি শাহরুখ অ্যান্ড টিম।
প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছে বাবা-মেয়ে। তার দিন কয়েক যেতেই শোনা গেল, সুজয় ঘোষের পরিচালনাতেই স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা(Suhana Khan)। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ। তবে এবার খবর, শুধু প্রযোজনা নয়, সিদ্ধার্থই পাচ্ছেন পরিচালনার দায়িত্ব।
প্রথমবার শাহরুখ-সুহানা একসঙ্গে। সেই ছবি নিয়ে যে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য। কোন ভূমিকায় দেখা যাবে শাহরুখকে? ঘনিষ্ঠ সূত্রে খবর, এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। গোয়েন্দার ভূমিকায় যেখানে বাদশাকন্যা থাকছেন, সেখানে কিং খানকে ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যেতে পারে। যিনি রহস্য সমাধানে সুহানাকে চালিত করবেন।