shono
Advertisement
Soumitra Roy

'যা করার করে নিন', হলুদ ট‌্যাক্সির চালকের হাতে হেনস্তার শিকার সৌমিত্র

সোশাল মিডিয়ায় হলুদ ট্যাক্সির নম্বর প্লেটের ছবিও শেয়ার করেছেন শিল্পী।
Published By: Akash MisraPosted: 09:51 AM Dec 07, 2024Updated: 10:19 AM Dec 07, 2024

স্টাফ রিপোর্টার: হলুদ ট্যাক্সি মানে শহরের নস্ট‌্যালজিয়া। হলুদ ট‌্যাক্সি মানে কলকাতার আবেগ। তবে সম্প্রতি এই ট‌্যাক্সি রাস্তা থেকে কমে যাওয়া নিয়ে এবং ভবিষ‌্যতে উঠে যাওয়া নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে। আর তার মধে‌্যই হলুদ ট‌্যাক্সিতে উঠে হেনস্তার শিকার হলেন গায়ক সৌমিত্র রায়। তাঁকে গাড়ি থেকে নেমে যেতে বলা হয়েছে বলে অভিযোগ।

Advertisement

নিজের সোশাল মিডিয়ায় সম্প্রতি একটি হলুদ ট্যাক্সির নম্বর প্লেটের ছবি দেন সৌমিত্র। সেখানেই জানান, গত ৩ ডিসেম্বর বড়বাজার এলাকায় হলুদ ট্যাক্সিতে ওঠার পরও তাঁকে নেমে যেতে বলেন চালক। তিনি অবাঙালি ছিলেন এবং কার্যত তাঁকে হুমকিও দিয়েছেন। ‘যাব না, যা করার করে নিন।’ এই ধরনের কথা বলা হয়েছে তাঁকে বলে দাবি করেছেন গায়ক। যদিও তিনি গাড়ি চালকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবেন না বলে জানিয়েছেন। সৌমিত্র নিজের পোস্টে লিখেছেন, ‘‘পুলিশের সাহায্য নিয়েই ট্যাক্সিতে উঠেছিলাম। কিন্তু চালক কিছুদূর গিয়ে আমাকে নেমে যেতে বলে। অবাঙালি চালকের ব্যবহার খুবই খারাপ ছিল। গাড়ি থেকে নেমে যাওয়ার পর আমি সামনে থাকা পুলিশকেই বিষয়টি জানাই। তখন চালক আমাকে প্রায় শাসানি দিয়ে বলে, কেন আমি নেমে গেলাম আর ওই পুলিশকে বললাম। আরও দূরে গিয়ে কেন পুলিশকে জানালাম না!’’ গায়কের কথায়, এর আগেও একাধিকবার তিনি ট্যাক্সিতে যাতায়াত করেছেন, তবে এমন ঘটনার সম্মুখীন হননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তিনি অবাঙালি ছিলেন এবং কার্যত তাঁকে হুমকিও দিয়েছেন। ‘
  • হলুদ ট‌্যাক্সিতে উঠে হেনস্তার শিকার হলেন গায়ক সৌমিত্র রায়।
Advertisement