shono
Advertisement
Usashi Chakraborty

সৃজনের রোড শোয়ে ঊষসী চক্রবর্তী, প্রচারের ফাঁকে ভোট নিয়ে কী বললেন 'জুন আন্টি'?

সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের রোড শোয়ে উপস্থিত ছিলেন দলের পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাট।
Posted: 08:07 PM Apr 29, 2024Updated: 08:11 PM Apr 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবারে যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের রোড শোয়ে উপস্থিত ছিলেন দলের পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাট। ছিলেন ঐশী ঘোষ। এমনকী, সৃজনের হয়ে ভোট প্রচারে অংশ নিয়েছিলেন অভিনেত্রী ও বাম সমর্থক ঊষসী চক্রবর্তী। তা হঠাৎ সৃজনের হয়ে প্রচারে নামলেন কেন? এবারের লোকসভা নির্বাচন নিয়েও কী ভাবছেন অভিনেত্রী?

Advertisement

এক সংবামাধ্যমকে ঊষসী জানিয়েছেন, ''আমি প্রথম থেকেই ভোট প্রচারে রয়েছি। এর আগে দেওয়াল লিখনেও অংশ নিয়েছিলাম। তবে শুটিংয়ের থেকে সময় বার করে আসতে হয়। তাই যতটা পারছি ততটা শামিল হচ্ছি।''

[আরও পড়ুন: ‘ছেঁড়া জিন্স-গেঞ্জি চলবে না, ভারতীয় সংস্কৃতি-ঐতিহ্য বাঁচান’, ফতোয়া জারি কঙ্গনার!]

ঊষসী আরও বলেন, ''সৃজনকে আমি ছোট থেকেই চিনি। পারিবারিক সম্পর্ক। ও অন্যতম যোগ্য প্রার্থী। যাদবপুরে আমরা দারুণ সাড়া পাচ্ছি।''

অন্যান্য দল একদিকে যেমন প্রচারে চমক আনতে তারকাকে নিয়ে আসেন,  তা নিয়ে সিপিএম সমর্থক ঊষসীর মত, ''আমাদের দলে আলাদা করে কোনও তারকার প্রযোজন হয় না। কারণ, আমাদের প্রার্থীরা নিজেরাই এক এক জন তারকা। সৃজন তো সেখানে রাজনীতির সুপারস্টার!''

ছোটবেলা থেকেই রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠা। এমনকী, দলের সক্রিয় সমর্থকও তিনি। নির্বাচনে সরাসরি লড়াই নিয়ে কী ভাবছেন জুন আন্টি?

ঊষসীর কথায়, ''ধারাবাহিক নিয়ে ব্যস্ততা রয়েছে। তাই প্রার্থী হয়ে দু নৌকায় পা দিতে চাই না। আমার মনে হয়, প্রার্থী হওয়ার জন্য নিজেকে আগে তৈরি করতে হবে। প্রার্থী না হয়েও, রাজনীতি করা যায়। আসলে আমি ‘বিধায়ক বা সাংসদ ভাতার কথা ভেবে পাঁচ বছর পদে থাকতে চাই না!''

[আরও পড়ুন: ‘আমায় একটু সময় দিন’, মুম্বই পুলিশের কাছে কাতর আর্জি তামান্না ভাটিয়ার!]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তা নিয়ে সিপিএম সমর্থক ঊষসীর মত, ''আমাদের দলে আলাদা করে কোনও তারকার প্রযোজন হয় না।
  • আসলে আমি ‘বিধায়ক বা সাংসদ ভাতার কথা ভেবে পাঁচ বছর পদে থাকতে চাই না!''
Advertisement