সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কণ্ঠনালিতে থাবা বসিয়েছিল কর্কটরোগ। দীর্ঘদিন ধরেই মারণ রোগে ভুগছিলেন হলিউডের 'ব্যাটম্যান' ভ্যাল কিলমার। উপরন্তু সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শারীরিক পরিস্থিতির আরও অবনতি ঘটে। দীর্ঘ রোগভোগের পর শেষমেশ চিরঘুমের দেশে পাড়ি দিলেন কিলমার। মঙ্গলবার লস অ্যাঞ্জেলসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জনপ্রিয় অভিনেতা।
'ব্যাটম্যান'-এর প্রয়াণের খবর হলিউড সংবাদমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন তাঁর কন্যা মার্সিডিজ কিলমিার। তিনি জানান, নিউমোনিয়াতে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর বাবার। ২০১৪ সালে কণ্ঠনালিতে কর্কটরোগ ধরা পড়ে। তবে চিকিৎসা করিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিলেন কিলমার। তবে শেষ রক্ষা আর হল না। মঙ্গলবারই ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকের উদ্দেশে রওনা হয়েছেন অভিনেতা। মৃত্যুকালে ভ্যাল কিলমারের বয়স হয়েছিল ৬৫।
'ব্যাটম্যান ফরএভার' ছবিতদে ব্রুস ওয়েন এবং 'দ্য ডোরস'-এ জিম মরিসনের ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন ভ্যাল কিলমার। ১৯৮৪ সালে 'টপ সিক্রেট' সিনেমার ছবি দিয়েই হলিউডে অভিষেক ঘটে তাঁর। কিলমারের সুপারহিট ছবির তালিকায় রয়েছে 'টপ গান', 'রিয়েল জিনিয়াস', 'উইলো', 'হিট' এবং 'দ্য সেন্ট'-এরহ মতো ছবিগুলি। ১৯৯১ সালে অলিভার স্টোনের 'দ্য ডোরস' ছবিতে গায়ক জিম মরিসনের ভূমিকায় অভিনয় তাঁর ফিল্মি কেরিয়ারে নিঃসন্দেহে এক মাইলস্টোন। যা কিনা আজও দর্শকদের মনে রয়ে গিয়েছে। কিলমার নাকি মরিসনের চরিত্র আত্মস্থ করতে গিয়ে এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন যে প্রায় এক বছর ধরে কিংবদন্তি গায়কের মতো সাজপোশাকে ধরা দিতেন সর্বত্র।
১৯৯৫ সালের 'ব্যাটম্যান ফরএভার' ছবিতে তাঁর অভিনয় মিশ্র প্রতিক্রিয়া সঞ্চার করে, ফলে পরবর্তী ফ্র্যাঞ্চাইজিতে তাঁকে সরিয়ে নিয়ে আসা হয় জর্জ ক্লুনিকে। ২০২১ সালে তাঁর জীবনকাহিনি নিয়ে তৈরি তথ্যচিত্র 'ভ্যাল' দেখানো হয় কান চলচ্চিত্র উৎসবে। সেই সময় ব্রিদিং টিউব নিয়ে প্রিমিয়ারে যোগ দিতে দেখা গিয়েছিল সদ্যপ্রয়াত জনপ্রিয় অভিনেতাকে। ভ্যাল কিলমারের প্রয়াণে শোকের ছায়া পশ্চিমী বিনোদুনিয়ায়।