shono
Advertisement
Swastika Mukherjee

স্বস্তি নেই স্বস্তিকার, খুনের ঘটনায় তলব অভিনেত্রীকে! রহস্যে মোড়া 'দুর্গাপুর জংশন'-এর টিজার

৯ বছর পর আবার বড়পর্দায় একসঙ্গে স্বস্তিকা-বিক্রম।
Published By: Manasi NathPosted: 05:44 PM Mar 28, 2025Updated: 05:52 PM Mar 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২৫ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাবে অরিন্দম ভট্টাচার্যের নতুন ছবি 'দুর্গাপুর জংশন'। 'শিবপুর' ছবির বিতর্ক কাটিয়ে আবার ক্রাইম থিলার নিয়ে বড়পর্দায় ফিরছেন পরিচালক অরিন্দম। আমেরিকার বুকে ঘটে যাওয়া এক সত্য ঘটনাকে এবার দুর্গাপুরের প্রক্ষাপটে রূপ দিয়েছেন চিত্রপরিচালক। সেই ভাবনা থেকেই ছবির নাম রেখেছেন 'দুর্গাপুর জংশন'। ২০১৬-এ প্রতীম ডি গুপ্তার পরিচালনায় 'সাহেব বিবি গোলাম' ছবিতে কাজের পর অরিন্দমের ছবির দৌলতে আবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায় ও বিক্রম চট্টোপাধ্যায়কে। সদ্য প্রকাশিত হয়েছে ছবির টিজার।

Advertisement

৫৪ সেকেন্ডের টিজারে দেখা যাচ্ছে, একের পর এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। টিজারে বিক্রমকে দুঁদে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাচ্ছে। এই ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ তলব করে স্বস্তিকাকে। তবে কি মৃত্যুর ঘটনাগুলো স্বাভাবিক নয়? সেগুলি কি খুনের ঘটনা? যদি তাই হয় তবে কে বা কারা জড়িত এই ঘটনার সঙ্গে? কী কারণেই বা এই খুনের ঘটনা ঘটছে? টিজারে অবশ্য এসব প্রশ্নের উত্তর মেলেনি। কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের টানটান টিজার ছবির প্রতি আকর্ষণ ধরে রেখেছে।

স্বস্তিকা-বিক্রম ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন একাবলি খান্না। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন রাজদীপ সরকার, প্রদীপ ধর প্রমুখ। ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন প্রসেনজিৎ চৌধুরী, সম্পাদনায় সুজয় দত্তরায়।

উল্লেখ্য, কিছুদিন আগে মুক্তি পেয়েছে স্বস্তিকা অভিনীত 'নিখোঁজ ২' সিরিজ এবং 'লাভ সেক্স অউর ধোকা ২' ছবিটি। সদ্য তিনি শেষ করেছেন দিতিপ্রিয়া রায়ের সঙ্গে 'অশনি' ছবির কাজ। আবার একবার বড়পর্দায় তাঁর দেখা মিলবে সম্পূর্ণ নতুন ভূমিকায়। অন্যদিকে 'পারিয়া'র পর 'দুর্গাপুর জংশনে'র হাত ধরে অ্যাকশন হিরো অবতারে আরও একবার পর্দায় ফিরছেন বিক্রম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী ২৫ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাবে অরিন্দম ভট্টাচার্যের নতুন ছবি 'দুর্গাপুর জংশন'।
  • সদ্য প্রকাশিত হয়েছে ছবির টিজার।
  • এই ছবির দৌলতে আবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায় ও বিক্রম চট্টোপাধ্যায়কে।
Advertisement