সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবছর নভেম্বরে রাসপূর্ণিমাতেই নতুন ছবির খবর দিয়েছিলেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়। ছবির নামও ‘রাস’। এই ছবির মাধ্যমে হারিয়ে যাওয়া উৎসব, ঐতিহ্য, একান্নবর্তী পরিবার, বাঙালিয়ানা- সবকিছুকেই নতুন করে একসুতোয় বাঁধার ইচ্ছাপ্রকাশ করেছিলেন পরিচালক। এবার পয়লা বৈশাখের আবহে 'রাস'-এর আমেজ নিয়ে হাজির তথাগত। পয়লা বৈশাখেই প্রকাশ্যে ছবির পোস্টার।

পরিচালক নিজের সোশাল মিডিয়া পেজে ছবির পোস্টার শেয়ার করে লিখেছেন, 'রাস তো নিছক উদযাপন নয়, 'রাস' আসলে বেঁচে থাকার উৎসব। আমরা যে নেহাত টিকে নেই, বেঁচেও আছি সেটা আর একবার মনে করিয়ে দেওয়ার উৎসব। তাই বাংলা ক্যালেন্ডারের প্রথম তারিখে আমাদের ভালোবাসার ফসল রক্ত মজ্জায় শরীরে আদ্যন্ত বাংলা ছায়াছবি 'রাস' এর শুভমুক্তির দিনক্ষণের ঘোষণা থাকল, সাথে থাকল 'রাস' ছায়াছবির নতুন পোস্টার।'
প্রসঙ্গত, ছবির মূল ভাবনা এক একান্নবর্তী বাঙালি পরিবার ও হারিয়ে যাওয়া উৎসব-ঐতিহ্যকে কেন্দ্র করে আবর্তিত। ৩২ সদস্যের এক পরিবার আর সেই পরিবারের মানুষগুলোর গল্পও বলবে 'রাস'। ছবির পোস্টারে দেখা যাচ্ছে বাড়ির উঠোনের ঘেরাটোপে নয়, বরং খোলা আকাশের নিচে গাছপালার মাঝে রাস পূর্ণিমার রাতে রাস উৎসবে মেতেছে সকলে। আকাশজুড়ে জ্বলজ্বল করছে পূর্ণিমার চাঁদ। গাছের ডালে বসে লক্ষ্মীপ্যাঁচা। পোস্টারেই উৎসবের আমেজ ধরা পড়েছে। এই ছবিতে অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, অনির্বাণ চক্রবর্তী, অর্ণ মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়-সহ টলিপাড়ার একঝাঁক অভিনেতা। আগামী ৬ জুন মুক্তি পাবে তথাগতর এই নতুন ছবি।