shono
Advertisement
Pushpa 2

'আনকাট পুষ্পা-২' এবার OTT প্ল্যাটফর্মে, কবে কোথায় দেখতে পাবেন?

টিজার প্রকাশ করে দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গে 'পুষ্পা'প্রেমীদের জন্য সুখবর দেওয়া হয়েছে।
Published By: Paramita PaulPosted: 12:13 PM Jan 30, 2025Updated: 12:35 PM Jan 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ওটিটি প্ল্যাটফর্মে পুষ্পা-২। বুধবারই ইনস্টাগ্রামে এই ঘোষণা করা হয়। টিজার প্রকাশ করে ওটিটি রিলিজের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গে 'পুষ্পা'প্রেমীদের জন্য সুখবর দেওয়া হয়েছে। জানানো হয়, অনলাইন প্ল্যাটফর্মে সিনেমার অতিরিক্ত ২৩ মিনিটের ফুটেজ থাকছে। অর্থাৎ সিনেমার আনকাট ভার্সন মুক্তি পাবে অনলাইন প্ল্যাটফর্মে। জেনে নিন, কবে, কোন ওটিটি-তে আসছে 'পুষ্পা-২'?

Advertisement

আজ, ৩০ জানুয়ারি নেটফ্লিক্সে আসছে আল্লু অর্জুনের সুপারহিট সিনেমা। হিন্দি, তেলেগু, তামিল, মালায়ালম এবং কন্নড়- এই পাঁচ ভাষায় সিনেমাটি দেখানো হবে। থাকছে অতিরিক্ত ফুটেজও। ইনস্টাগ্রামে টিজার প্রকাশ করে নেটফ্লিক্স জানায়, পুষ্পা ভাউ নে শুন লি আপকি বাত, আব পুষ্পা কা রুল, হিন্দি মে ভি। ৩০ জানুয়ারি থেকে ২৩ মিনিটের অতিরিক্ত ফুটেজ-সহ পুষ্পা ২ রিলোডেড ভার্সন দেখা যাবে নেটফ্লিক্সে।" আনকাট ভার্সনে দর্শকদের জন্য সারপ্রাইজ থাকবে বলে জানিয়েছে নেটফ্লিক্স। 

 

 আশানুরূপভাবেই ছবি মুক্তির পরই বক্স অফিসে ঝড় তুলেছিলেন আল্লু অর্জুন।  বিশ্বজুড়ে ১৫০০ কোটি টাকার বেশি আয় করেছিল ‘পুষ্পা ২’। সেই সময়ই শোনা গিয়েছিল, শুধু বড়পর্দা নয়, অনলাইনেও রিলিজ হবে এই সিনেমা। সূত্রের খবর ছিল, বড়পর্দায় রিলিজের অন্তত ৫৬ দিন পর ওটিটি-তে আসবে পুষ্পা। সেই নিয়ম মেনেই ৩০ জানুয়ারি নেটফ্লিক্সে আসছে 'পুষ্পা ২'। 

 প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধা থিয়েটারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক অনুরাগীর। যার জেরে আইনি জটিলতায় জড়ান দক্ষিণী তারকা। গত ডিসেম্বর মাসে জেলেও যেতে হয়েছে তাঁকে। পরে জামিনও পান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৩০ জানুয়ারি নেটফ্লিক্সে আসছে আল্লু অর্জুনের সুপারহিট সিনেমা।
  • হিন্দি, তেলেগু, তামিল, মালায়ালম এবং কন্নড়- এই পাঁচ ভাষায় সিনেমাটি দেখানো হবে।
  • থাকছে অতিরিক্ত ফুটেজও।
Advertisement