সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত জাকির হোসেন। সোমবার ভোররাতে উস্তাদের প্রয়াণের খবর নিশ্চিত করা হয়েছে পরিবারের তরফে। রবিবারই গুরুতর অসুস্থ হয়ে আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন উস্তাদ। জানা গিয়েছে, হৃদযন্ত্রের সমস্যার জন্যই শিল্পীর শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছিল। পরিবারের তরফেও তাঁর দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনার অনুরোধ করা হয়। এর মাঝেই জাকির হোসেনের মৃত্যুর খবর রটে যায়। খোদ উস্তাদের বোন জানান, "তিনি আশঙ্কাজনক। তবে বেঁছে আছেন। সকলে প্রার্থনা করুন।" কিন্তু শেষ রক্ষা আর হল না। সান ফ্রান্সিসকোর হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোমবার ভোরে আসমুদ্র হিমাচলে আছড়ে পড়ল উস্তাদের প্রয়াণের দুঃসংবাদ। ইতিমধ্যেই দেশের রাজনৈতিকমহল থেকে সিনেজগতের তারকারা শোকপ্রকাশ করেছেন।
১০.৫৮- "আমরা যাঁরা ছন্দের জগতে বাস করি, আমাদের সূর্যকে হারালাম", ফেসবুক পোস্টে শোকপ্রকাশ জনপ্রিয় তবলাবাদক বিক্রম ঘোষের।
১০.৫০- "ভারতীয় সংস্কৃতির ছন্দ থামল", শোকবার্তা রণদীপ হুডার।
১০.১৫- 'গদর' অভিনেতা সানি দেওল শোকপ্রকাশ করে লিখেছেন, "এই অভাব কোনওদিন পূরণ হবে না। তবলার তালের মধ্য দিয়েই বেঁচে থাকবেন উস্তাদ। পরপারে ভালো থাকবেন জাকির সাহেব।"
১০.০০- 'আপনি ভারতকে সমৃদ্ধ করেছেন উস্তাদ', শোকবার্তা সাংসদ-অভিনেত্রী কঙ্গনা রানাউতের।
৯.৪৫- "এর অমূল্য রত্নকে হারালো বিশ্ব", শোকপ্রকাশ শিখর ধাওয়ানের।
৯.৩০- উস্তাদের প্রয়াণে ফারহান আখতারের শোকবার্তা, "আমাদের সময়ের অন্যতম সেরা শিল্পী আর নেই। আপনি আপনার সঙ্গীতসৃষ্টি এবং মানবতার মাধ্যমে এই ধরাধামে যে আনন্দ এনেছেন তার জন্য ধন্যবাদ জাকির ভাই।"
৯.২৫- শোকপ্রকাশ ভূমি পেড়নেকরের।
৯.২০- 'অত্যন্ত দুঃখের দিন', এক্স হ্যান্ডেলে শুধু এটুকু লিখেই কান্নার ইমোজি দিলেন অমিতাভ বচ্চন। ব্লগে লিখেছেন, "জিনিয়াস, মায়েস্ত্রো জাকির হুসেন চিরতরের জন্য আমাদের ছেড়ে চলে গেলেন।"
৯.১৫- কমল হাসান লিখলেন, "জাকির ভাই! বড্ড তাড়াতাড়ি চলে গেলে। তবুও তুমি আমাদের জন্য যে লিগ্যাসি রেখে গেলে, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। ধন্যবাদ।"
৯.১৪- কিংবদন্তী মায়েস্ত্রোর প্রয়াণে ভগ্নহৃদয়ে শোকপ্রকাশ করিনা কাপুর খান। স্মৃতির সরণিতে হেঁটে বাবা রনধীর কাপুর এবং জাকির হোসেনের সঙ্গে তাঁর ছবি পোস্ট করেছেন। শোকপ্রকাশ মালাইকা অরোরাও।
৯.১০- "জাকির সাহেবের চলে যাওয়া ভারত তথা গোটা বিশ্বের সঙ্গীতজগতের জন্য অপূরণীয় ক্ষতি", শোকবার্তা রীতেশ দেশমুখের। উস্তাদের উদ্দেশে অভিনেতা লেখেন, "স্যর, আপনার সঙ্গীত আমাদের জন্য মূল্যবান উপহার। যা কিনা আগামী প্রজন্মকেও অনুপরাণিত করবে। আপনার লিগ্যালি চিরকাল বেঁচে থাকবে।"
সকাল ৯.০৫- মায়েস্ত্রোর ছবি পোস্ট করে শোকবার্তা রণবীর সিংয়ের।
সকাল ৯.০০- জাকির হুসেনের সাহেবের প্রয়াণের খবরে খুব কষ্ট হচ্ছে। উনি প্রকৃত অর্থেই আমাদের দেশের সঙ্গীতজগতের মহীরুহ। ওম শান্তি।