shono
Advertisement
Sandeshkhali

রাস্তায় বসে বিক্ষোভ মহিলাদের, টেনে হিঁচড়ে সরাল পুলিশ, ফের উত্তপ্ত সন্দেশখালি

Published By: Paramita PaulPosted: 07:57 PM May 13, 2024Updated: 08:36 PM May 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চতুর্থ দফা ভোটের দিন উত্তপ্ত সন্দেশখালি। বিজেপির পোস্টার লাগানোকে কেন্দ্র করে অশান্তি বাঁধে বেড়মজুর এলাকায়। পরে সেই অশান্তির আগুন ছড়িয়ে পড়ে। রাস্তায় বসে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মহিলারা। পুলিশ তাঁদের টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশ ও র‌্যাফের বিরুদ্ধে।

Advertisement

সন্দেশখালির বাগদিপাড়া মোড় সংলগ্ন এলাকায় সোমবার দুপুরে এলাকার কয়েকজন বিজেপি কর্মী রাজ্যের বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার লাগাচ্ছিলেন। অভিযোগ, এলাকার বেশ কিছু তৃণমূলের কর্মী সেই পোস্টার লাগাতে বাধা দেয়। তখনই বিজেপি-তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হয় দুই বিজেপি কর্মী। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পরিস্থিতি সামান্য সন্দেশখালি থানার বিশাল পুলিশ বাহিনী।

[আরও পড়ুন: ‘মাছ খেয়ে দেখুন, কথা দিচ্ছি নিজে রান্না করব’, মোদিকে আমন্ত্রণ মমতার]

সন্ধেতে পরিস্থিতির আরও অবনতি হয়। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা। শেখ শাহজাহানের ভাইকে কেন গ্রেপ্তার করা হয়নি, এনিয়ে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। তখনই পুলিশ তাঁদের টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। এমনকী, গ্রামে ঢুকেও তারা লাঠিচার্জ করে বলে দাবি গ্রামবাসীদের। ঘরবাড়িও ভাঙচুর করা হয়। প্রাণের ভয়ে দৌড়তে থাকেন তারা। সবমিলিয়ে চতুর্থ দফা ভোটের সন্ধেয় ফের অগ্নিগর্ভ সন্দেশখালি। 

[আরও পড়ুন: সন্দেশখালি মামলা: এখনই পদক্ষেপ নয়, বিজেপি নেতা গঙ্গাধর কয়ালদের সাময়িক স্বস্তি হাই কোর্টে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চতুর্থ দফা ভোটের দিন উত্তপ্ত সন্দেশখালি।
  • বিজেপির পোস্টার লাগানোকে কেন্দ্র করে অশান্তি বাঁধে বেড়মজুর এলাকায়।
  • রাস্তায় বসে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মহিলারা।
Advertisement