সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলে ঝগড়া হয়েছিল। সেই রাগে সহপাঠীকে কম্পাস দিয়ে খোঁচালো চতুর্থ শ্রেণির একদল ছাত্র। একবার-দুবার নয়, ১০৮ বার কম্পাস দিয়ে আঘাত করা হয়েছে ওই পড়ুয়াকে। নৃশংস ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) একটি বেসরকারি স্কুলে। ইতিমধ্যেই পুলিশের কাছে এই ঘটনার তদন্তের রিপোর্ট চেয়েছে শিশু সুরক্ষা কমিশন। অভিযুক্তদের সকলের বয়সই ১০ বছরের কম, তাই এই ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন কমিশন।
ঘটনার সূত্রপাত গত শুক্রবার। ইন্দোরের একটি স্কুলে কোনও বিষয় নিয়ে ঝগড়া হয় পড়ুয়াদের মধ্যে। সেই রাগেই এক সহপাঠীকে কম্পাস দিয়ে ১০৮ বার খোঁচা দেয় কয়েকজন ছাত্র। ভয় পেয়ে কিছুই বলতে পারেনি আক্রান্ত পড়ুয়াটি। সারা দেহে ক্ষতচিহ্ন নিয়ে বাড়ি ফিরে আসে। বাবার কাছে পুরো ঘটনাটি জানায় আক্রান্ত ছাত্র। তার পরেই থানায় অভিযোগ দায়ের করেন পড়ুয়ার বাবা।
[আরও পড়ুন: ওজনযন্ত্রের কারসাজিতে হাপিস রেশন! ফাঁকিবাজি রুখবে ‘ওয়েয়িং স্কেল’]
তিনি জানান, “আমি জানি না কেন আমার ছেলের সঙ্গে এই আচরণ। স্কুল কর্তৃপক্ষের কাছে সিসিটিভি ফুটেজ চাইলেও তাঁরা ক্লাসের ভিডিও দেখাচ্ছেন না।” শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন পল্লবী পোড়ওয়াল বলেন, “এই ঘটনাটা সাংঘাতিক। পুলিশের কাছে তদন্তের রিপোর্ট চাওয়া হয়েছে। এত কম বয়সি বাচ্চাদের মধ্যে এমন হিংসাত্মক মানসিকতা কেন, সেটাও খতিয়ে দেখা দরকার।”
জানা গিয়েছে, ছাত্রকে কম্পাস দিয়ে খোঁচানোর ঘটনায় অভিযুক্তরা সকলেই চতুর্থ শ্রেণির ছাত্র। ১০ বছরের নিচে তাদের বয়স। সেই জন্যই বিশেষ আইনের আওতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তাদের অভিভাবকদেরও আলাদা করে বোঝাবে শিশু সুরক্ষা কমিশন। হিংসা বা নৃশংসতা রয়েছে এমন ভিডিও গেম দেখেই কি এই ঘটনা ঘটিয়েছে তারা? সেটাও জানার চেষ্টা হবে।