shono
Advertisement

Breaking News

বৃহস্পতিবারই বারাণসীর ধাঁচে কলকাতায় শুরু গঙ্গা আরতি, সূচনা মুখ্যমন্ত্রীর হাত ধরে

কোন ঘাটে গঙ্গা আরতি শুরু হচ্ছে জানেন?
Posted: 05:48 PM Mar 01, 2023Updated: 07:10 PM Mar 01, 2023

গৌতম ব্রহ্ম: অবশেষে পূরণ হতে চলেছে মুখ্যমন্ত্রীর স্বপ্ন। বারাণসীর মতো এবার কলকাতাতেও হবে গঙ্গা আরতি। বৃহস্পতিবার বিকেলে বাজেকদমতলা ঘাটে গঙ্গারতির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ১৫ জন পুরোহিতের পাশাপাশি কলকাতা পুরসভার মেয়র, মেয়র পার্ষদরাও উপস্থিত থাকবেন সেখানে।

Advertisement

গঙ্গা আরতির টানে প্রতি বছর বারাণসী ছুটে যান বহু মানুষ। এবার সেই ঐতিহ্যের ছোঁয়া মিলতে চলেছে কলকাতাতেও। প্রতি সন্ধেয় আরতি দেখার টানে গঙ্গার পাড়ে ভিড় জমাবে সাধারণ মানুষ। এমনটাই চান মুখ্যমন্ত্রী। এ শহরে গঙ্গা আরতি চালু করতে উদ্যোগী নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)।

[আরও পড়ুন: বাচ্চার সর্দি-কাশি-জ্বর, কখন নিয়ে যাবেন হাসপাতালে? ‘3F’ ফমুর্লা দিলেন ডা. অপূর্ব ঘোষ]

কলকাতা পুরসভাকে দায়িত্ব দিয়েছিলেন উপযুক্ত গঙ্গার ঘাট খুঁজে বের করার। সেই দায়িত্ব সামলে বাজেকদমতলা ঘাটকে সাজিয়ে তুলেছে পুরসভা। সেই গঙ্গার পাড় সাজিয়ে তুলেছে পুরসভা। গঙ্গা আরতির জন্য ১১টি মঞ্চ তৈরি করা হচ্ছে। এই ১১টি ঘাটে মোট ২২ জন পুরোহিত আরতি করবেন। ইতিমধ্যে গত সাতদিন ধরে মহড়া চলছে গঙ্গারতির। বৃহস্পতিবার সেই আরতির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। 

বুধবার বাজেকদমতলা ঘাটে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন পুরসভার আধিকারিকরা। তাঁদের সঙ্গে কলকাতা পুলিশ ও রাজ্য সরকারের প্রতিনিধিদের বৈঠকও হয়। ইতিমধ্যে বাজেকদমতলা ঘাটে তৈরি করা হয়েছে গঙ্গাদেবীর মন্দির। 

[আরও পড়ুন: বাচ্চার সর্দি-কাশি-জ্বর, কখন নিয়ে যাবেন হাসপাতালে? ‘3F’ ফমুর্লা দিলেন ডা. অপূর্ব ঘোষ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement