shono
Advertisement

Breaking News

Russia Ukraine Conflict: ইউক্রেন থেকে ভারতীয় পডুয়াদের দ্রুত ফেরানো হোক, মোদিকে চিঠি মমতার

এই মুহূর্তে কেন্দ্রের তরফে 'অপারেশন গঙ্গা' নামে উদ্ধারকাজ চলছে।
Posted: 02:12 PM Feb 28, 2022Updated: 02:47 PM Feb 28, 2022

মলয় কুণ্ডু: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন (Ukraine) থেকে ভারতীয় পড়ুয়াদের দ্রুত ফেরানো হোক। এই আবেদন জানিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সোমবারই সেই চিঠি পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। ইতিমধ্যেই যদিও ‘অপারেশন গঙ্গা’ নাম দিয়ে ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধারকাজে নেমেছে কেন্দ্র। দফায় দফায় কয়েকশো পড়ুয়া, নাগরিককে ফেরানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও বিভিন্ন বিমানবন্দর থেকে নিখরচায় তাঁদের রাজ্যে ফেরানোর উদ্যোগ নিয়েছে।  

Advertisement

গত ২৬ তারিখ ইউক্রেনে আটকে থাকা রাজ্যের পড়ুয়াদের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। দিল্লি বা মুম্বই বিমানবন্দর থেকে কলকাতায় ফেরার জন্য সম্পূর্ণ বিনামূল্যে বিমানের টিকিট দেওয়ার কথা জানানো হয়। যার জেরে ইউক্রেন ফেরতদের একটি টাকাও খরচ হবে না।  পাশাপাশি, বিমানবন্দরে থাকবে রাজ্যের প্রতিনিধিরা যাঁরা ওই পড়ুয়াদের সাহায্য করবে। শনিবার টুইট করে এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এবার কেন্দ্রকে আরও উদ্যোগী হওয়ার আবেদন জানিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী। 

[আরও পড়ুন: পাঁচতলা থেকে মরণঝাঁপ! রোগী মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য আর জি কর হাসপাতালে]

চিঠিতে তিনি কেন্দ্রের হাতে হাত মিলিয়ে উদ্ধারকাজের বার্তাই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, সমস্ত রাজনৈতিক ঊর্ধ্বে উঠে দেশের গরিমার স্বার্থে একযোগে এই অপারেশনে কাজ করা উচিত বলে মনে করছেন তিনি। এই চিঠির মাধ্যমে নিজের নিঃশর্ত সমর্থনের কথাও প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রয়োজনে সর্বদল বৈঠক ডাকার আবেদন জানিয়েছেন তিনি। সেই বৈঠকে নিজে যোগ দেবেন বলেও মোদিকে জানিয়েছেন মমতা। 

[আরও পড়ুন: জুন মাসে আছড়ে পড়তে পারে কোভিডের চতুর্থ ঢেউ! সতর্ক করছেন গবেষকরা]

 ইতিমধ্যেই ‘অপারেশন গঙ্গা’র মাধ্যমে ইউক্রেন থেকে ভারতীয়দের দেশে ফেরানোর কাজ জোরকদমে করছে কেন্দ্র। ইতিমধ্যে তিনশোরও বেশি পড়ুয়া ফিরেছেন। সেই কাজে আরও তৎপরতা আনতে তিন কেন্দ্রীয় মন্ত্রীকে ইউক্রেনের সীমান্তবর্তী দেশগুলোয় পাঠাচ্ছে মোদি সরকার। কারণ, রাষ্ট্রসংঘে ভারতকে নিজেদের পাশে না পেয়ে ইউক্রেন সীমান্তে বহু ভারতীয়কে আটকাচ্ছে সেনাবাহিনী। এই অকারণ বাধা সরাতেই মন্ত্রীদের সেসব দেশে পাঠানো হচ্ছে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।  
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement