shono
Advertisement

কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কোল ইন্ডিয়া, জেনে নিন আবেদনের পদ্ধতি

১৯ জানুয়ারির মধ্যে আবেদন করতে ভুলবেন না। The post কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কোল ইন্ডিয়া, জেনে নিন আবেদনের পদ্ধতি appeared first on Sangbad Pratidin.
Posted: 05:26 PM Dec 21, 2019Updated: 05:26 PM Dec 21, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর। কারণ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কোল ইন্ডিয়া লিমিটেড। ১৩২৬ জনকে ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৯ জানুয়ারি, ২০২০ সালের মধ্যে আবেদন করতে হবে।

Advertisement

ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে মোট ১৩২৬ জনকে নিয়োগ করা হবে। তার মধ্যে মাইনিংয়ে খালি ২৮৮টি পদ। ইলেকট্রিকাল ২১৮টি এবং মেকানিক্যালে ২৫৮জনকে নিয়োগ করা হবে। ৬৮জন সিভিল এবং কোল প্রিপারেশনে ২৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সিস্টেমসে ৪৬টি, মেটেরিয়ালস ম্যানেজমেন্টে ২৮টি, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টসে ২৫৪টি শূন্যপদ রয়েছে। পার্সোনাল অ্যান্ড এইচআর বিভাগে ৮৯জন, মার্কেটিং অ্যান্ড সেলসে ২৩জন এবং কমিউনিটি ডেভেলপমেন্টে ২৬জনকে নিয়োগ করা হবে।

আবেদনকারীর যোগ্যতা:

১. বিই/ বিটেক/ বিএসসি(ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি থাকলে ডিসিপ্লিন মাইনিং, ইলেকট্রিকাল, মেকানিক্যাল, সিভিল, কোল প্রিপারেশন, সিস্টেমস, মেটেরিয়ালস ম্যানেজমেন্টের শূন্যপদে আবেদন করা যাবে।
২. ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টন্সের শূন্যপদে আবেদনের জন্য প্রার্থীর সিএ/আইসিডব্লুএ’র ডিগ্রি থাকা বাঞ্ছনীয়।
৩. ম্যানেজমেন্ট অথবা হিউম্যান রিসোর্সে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে পার্সোনাল অ্যান্ড এইচআর শূন্যপদে আবেদন করতে পারেন।
৪. এমবিএ করা থাকলে মার্কেটিং অ্যান্ড সেলসের শূন্যপদে আগ্রহী প্রার্থী আবেদন করতে পারেন।
৫. কমিউনিটি ডেভেলপমেন্ট বিভাগে আবেদনের জন্য কমিউনিটি ডেভেলপমেন্ট/রুরাল ডেভেলপমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রয়োজন।

আবেদনকারীর বয়স:
সর্বোচ্চ ৩০ বছর বয়সিরা উপরোক্ত শূন্যপদে আবেদন করতে পারেন।

বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী ৫০ হাজার থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা বেতন পাবেন।

[আরও পড়ুন: জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, জেনে নিন খুঁটিনাটি]

আবেদনের পদ্ধতি:
www.coalindia.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগামী ১৯ জানুয়ারি, ২০২০ সালের মধ্যে আবেদন করতে হবে। ফি হিসাবে সাধারণ (জেনারেল) প্রার্থীদের ব্যাংকে ১০০০ টাকা জমা দিতে হবে। তবে তফসিলি জাতি (এসসি) এবং তফসিলি উপজাতি (এসটি) প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি লাগবে না।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
কম্পিউটারভিত্তিক পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এই শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে। কবে, কোথায় পরীক্ষা নেওয়া হবে সেই দিনক্ষণ জানার জন্য www.coalindia.in এই ওয়েবসাইটে আবেদন করতে হবে।

The post কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কোল ইন্ডিয়া, জেনে নিন আবেদনের পদ্ধতি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement