shono
Advertisement

লস্কর-জইশের টার্গেটে ভারতীয় বন্দরগুলি, হামলার আশঙ্কায় বাড়ছে নিরাপত্তা

২৬/১১-র ধাঁচে হামলার প্রস্তুতি নিচ্ছে জঙ্গিরা৷ The post লস্কর-জইশের টার্গেটে ভারতীয় বন্দরগুলি, হামলার আশঙ্কায় বাড়ছে নিরাপত্তা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:45 PM Oct 12, 2018Updated: 08:45 PM Oct 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৬/১১-র স্মৃতি এখনও দগদগে দেশবাসীর মনে৷ সেবারও সমুদ্রপথে মুম্বইয়ে প্রবেশ করেছিল পাকমদতপুষ্ট দশ সন্ত্রাসবাদী৷ লণ্ডভণ্ড করে দিয়েছিল বাণিজ্য নগরীর অন্যতম প্রাণকেন্দ্র ছত্রপতি শিবাজী টার্মিনাস, নরিম্যান হাউস, তাজ ও ওবেরয় হোটেল৷ আবার সেই একই ধরনের সন্ত্রাসবাদী হানার আশঙ্কায় ভুগছে কেন্দ্র৷ গোয়েন্দা রিপোর্ট বলছে, একই কায়দায় দেশের বন্দরগুলিতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে পাক জঙ্গি গোষ্ঠী লস্কর ও জইশ৷ ইতিমধ্যে এই সংক্রান্ত সতর্কতা পৌঁছে গিয়েছে দেশের বন্দরগুলির নিরাপত্তার দায়িত্বে থাকা কোস্ট গার্ড ও নৌসেনার কাছে৷

Advertisement

[বিমানবন্দরে অনুপ্রবেশ রুখতে ‘ড্রোনরোধী’ সিস্টেম তৈরির সিদ্ধান্ত কেন্দ্রের]

গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, গত কয়েক মাসে বহুগুণ ক্ষমতা বৃদ্ধি করেছে এই জঙ্গি সংগঠনগুলি৷ জলদস্যুদের কায়দায় যাতে তারা সমুদ্র পথে ভারতে হামলা চালাতে পারে, সেই উদ্দেশ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে গোষ্ঠীর নির্বাচিত জঙ্গিদের৷ ব্যবস্থা করা হয়েছে অত্যাধুনিক অস্ত্রের৷ তাঁদের টার্গেটে রয়েছে বাণিজ্যিক জাহাজ থেকে শুরু করে তেল বোঝাই ট্যাঙ্কারগুলি৷ এক গোয়েন্দা শীর্ষ আধিকারিক জানিয়েছেন, রিপোর্টে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য৷ সেখানে বলা হয়েছে, জলপথে হামলা চালাতে পটু করে তুলতে ওই জঙ্গিদের কঠোর প্রশিক্ষণের ব্যবস্থা করেছে লস্কর ও জইশ৷ নৌসেনার কায়দায় সমুদ্রে ডুব সাঁতার দেওয়া শেখানো হচ্ছে এবং শ্বাসরোধ করে অনেকক্ষণ জলের তলায় থাকার কৌশল রপ্ত করানো হচ্ছে৷ ঠিক যেমনটা হয়েছিল মুম্বই হামলায় যুক্ত আজমল কাসভদের৷ ডেভিড কোলম্যান হেডলির বয়ান অনুযায়ী, সেবার ওই দশ জঙ্গিকে পাক নৌসেনার বিশেষ প্রশিক্ষণ ট্রেনিং দেওয়া হয়েছিল৷

[সত্য বলুন দৃপ্তস্বরে, #MeToo বিতর্কে মুখ খুললেন রাহুল গান্ধী]

জানা গিয়েছে, এবার জঙ্গিদের প্রশিক্ষণে সাহায্য করছে লস্কর ও জইশের বেশ কয়েকটি সংগঠন৷ যাদের মধ্যে অন্যতম লস্করের শাখা ফালাহ-ই-ইনসানিয়ত৷ এছাড়া রয়েছে আল দাওয়া ওয়াটার রেসকিউ, লাইফ লাইন ওয়াটার রেসকিউ ও রেসকিউ মিল্লি ফাউন্ডেশন৷ সূত্রের খবর, প্রশিক্ষণের জন্য পাঞ্জাব প্রদেশের গোপন জঙ্গি ঘাঁটিগুলিতে বেশ কয়েকটি গভীর জলাধার নির্মাণ করেছে জঙ্গি সংগঠনগুলি৷ সেখানে ডুব সাঁতার থেকে শুরু করে সাঁতারের বিভিন্ন কৌশল রপ্ত করানো হচ্ছে জঙ্গিদের৷

The post লস্কর-জইশের টার্গেটে ভারতীয় বন্দরগুলি, হামলার আশঙ্কায় বাড়ছে নিরাপত্তা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement