shono
Advertisement

Breaking News

‘থামস্ আপ’-এর বিজ্ঞাপন থেকে বাদ পড়লেন সলমন

তাহলে কি তাঁরও 'অচ্ছে দিন' শুরু হয়ে গেল? প্রশ্নটা কিন্তু উঠেই গেল৷ The post ‘থামস্ আপ’-এর বিজ্ঞাপন থেকে বাদ পড়লেন সলমন appeared first on Sangbad Pratidin.
Posted: 05:08 PM Oct 20, 2016Updated: 12:38 PM Oct 20, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমন খানের সময়টা মোটেই ভাল যাচ্ছে না৷ ফের বড়সড় ধাক্কা খেলেন বলিউড সুপারস্টার৷ ‘থামস্ আপ’-এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে সলমনকে সরিয়ে দিল কোকা কোলা ইন্ডিয়া৷ তাঁর পরিবর্তে রণবীর সিংকে এই নরম পানীয়র নয়া ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর করার ভাবনা চিন্তা করছে কোম্পানি৷ অর্থাৎ সলমনের ‘তুফানি চুমুক’ দেওয়ার আপাতত ইতি ঘটল৷

Advertisement

অভিনেতারা জঙ্গি নন৷ তাই তাঁদের উপর নিষেধাজ্ঞা জারি করার কোনও মানে হয় না৷ পাক অভিনেতাদের পক্ষে এভাবে সওয়াল করাই কি কাল হল সলমন খানের? কারণ তারপর থেকেই একের পর এক সমস্যায় পড়ছেন বলিউড সুপারস্টার৷ ভারত-পাক যুদ্ধকালীন আবহে পাক অভিনেতাদের পাশে দাঁড়ানোয় সরকারের বিরাগভাজন হয়েছেন দাবাং খান৷ বুধবারই চিঙ্কারা হরিণ শিকার মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজস্থান সরকার৷ ওই দিনই এমন খারাপ খবর এসে পৌঁছল সলমনের কাছে৷ কোকা কোলার সঙ্গে দীর্ঘ চার বছর যুক্ত তিনি৷ গত মাসেই কোম্পানির সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়েছে৷ সূত্রের খবর, নতুন করে চুক্তি করতে কোনও আগ্রহ দেখাচ্ছে না আটলান্টার কোম্পানি৷ যদিও এ বিষয়ে সরকারিভাবে মুখ খোলেনি কোকা কোলা৷ তবে শুধুমাত্র বয়সের জন্যই সলমনকে বাদ দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে৷ ‘থামস্ আপ’-কে যুবপ্রজন্মের নরম পানীয় হিসেবে বিজ্ঞাপনে তুলে ধরা হয়৷ সেই কারণে কোম্পানি তরুণ অভিনেতাকে এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে চাইছে বলে খবর৷ আর তাই বলি হার্টথ্রব রণবীর সিংয়ের পাল্লা ভারি৷ তবে অনেকেই মনে করছেন, উরি হামলার পরও পাক অভিনেতাদের সমর্থন করাতেই বিপাকে পড়তে হচ্ছে দাবাং খানকে৷ প্রতিটি ব্র্যান্ডের জন্য ফি বছর ৫ কোটি টাকা নেন সলমন৷

ভারতকে পরোক্ষভাবে ‘অসহিষ্ণু’ দেশের আখ্যা দিয়ে এক ধাক্কায় অনেকটা মার্কেট ভ্যালু খুইয়েছিলেন আমির খান৷ অতুল্য ভারত, স্ন্যাপডিল-এর মতো ব্র্যান্ডগুলির বিজ্ঞাপনে আর দেখা যায় না বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে৷ এবার বিপাকে সলমনও৷ তাহলে কি তাঁরও ‘অচ্ছে দিন’ শুরু হয়ে গেল? প্রশ্নটা কিন্তু উঠেই গেল৷

The post ‘থামস্ আপ’-এর বিজ্ঞাপন থেকে বাদ পড়লেন সলমন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement