shono
Advertisement

Breaking News

রাহুল গান্ধীকে ‘অযোগ্য’ বলায় দল থেকে বহিষ্কৃত এই কংগ্রেস নেত্রী

দলের ব্যর্থতার সময় রাহুল সামনে আসছেন না কেন? প্রশ্ন তুলেছিলেন বর্খা শুক্লা সিং৷ The post রাহুল গান্ধীকে ‘অযোগ্য’ বলায় দল থেকে বহিষ্কৃত এই কংগ্রেস নেত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 03:45 PM Apr 21, 2017Updated: 12:42 PM Oct 08, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাসকদল বিজেপির যত উত্থান হচ্ছে, ততই জাতীয় রাজনীতিতে পতন হচ্ছে কংগ্রেসের৷ সাম্প্রতিক পাঁচ রাজ্যের নির্বাচনে তা আরও স্পষ্ট হয়েছে৷ ভোটের নিরিখে দুই রাজ্যে এগিয়ে থেকেও সরকার গড়তে ব্যর্থ হয়েছে কংগ্রেস৷ আর এই ব্যর্থতার দায় কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি রাহুল গান্ধীর উপরই বর্তাচ্ছে৷ দলের অন্দরেই তৈরি হচ্ছে ক্ষোভ৷ অভিযোগ উঠছে, যে সময় দলের হাল আরও শক্ত করে ধরার কথা৷ সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার কথা৷ সেসময় দলের অধিকাংশ বৈঠকেই দেখা মিলছে না রাহুলের৷ কংগ্রেসের অন্দরমহলের এই কাজিয়া চরমে উঠেছে রাজধানী দিল্লিতেই৷ সৌজন্যে দিল্লির মহিলা কংগ্রেসের নেত্রী বরখা শুক্লা সিং৷ খোলা চিঠিতে রাহুল গান্ধীকে কংগ্রেস দলের নেতৃত্বের জন্য অযোগ্য বলে মন্তব্য করেছিলেন বর্খা৷ এই অপরাধেই দিল্লি কংগ্রেসের নেতৃত্বের পদ থেকে বরখাস্ত করল কংগ্রেস৷

Advertisement

[নিকৃষ্টমানের ওষুধ কম্বিফ্লেম ও ডি কোল্ড, জানাল ড্রাগ কন্ট্রোল]

এর আগে অবশ্য খোলা চিঠিতেই নিজের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিলেন বর্খা৷ নিজের চিঠিতে তিনি অভিযোগ করেন, দল যখন জনপ্রিয়তা হারাচ্ছে৷ একের পর এক ব্যর্থতার সম্মুখীন হচ্ছে৷ তখন রাহুল গান্ধী কেন সামনে আসছেন না? কেন দলীয় বৈঠকে সামিল হচ্ছেন না? কেন তিনি দলের কর্মীদের প্রশ্নের উত্তর দিচ্ছেন না? দিল্লিতে রাহুল ঘনিষ্ঠ অজয় মাকেনের বিরুদ্ধেও অভিযোগ করেছেন বর্খা৷ তিনি বলেন নারী-পুরুষ নির্বিশেষে দলের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি৷ শুধু বরখা নন, অনেক মহিলা কর্মীদেরই এই অভিযোগ রয়েছে৷ তিনি শুধু প্রকাশ্যে বলার সাহস দেখাতে পেরেছেন৷

[‘ধর্মবিদ্বেষী’ মন্তব্য করার দায়ে পাকিস্তানে তিন বোনের হাতে খুন ব্যক্তি]

এই ঘটনার পরই দলবিরোধী কাজের অভিযোগে বরখা শুক্লা সিংকে৷ উল্লেখ্য, মঙ্গলবারই দিল্লি কংগ্রেসের প্রধান অরবিন্দর সিং লাভলি ও প্রাক্তন যুব কংগ্রেসনেতা অমিত মালিক কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন৷ সামনেই দিল্লির পুর ভোট৷ তার আগেই এই দুই বিদ্রোহের ঘটনায় চিন্তিত কংগ্রেসের উপরমহল৷

[আসছে স্কাই-ট্যাক্সি, এবার যানজট ছাড়াই পৌঁছন গন্তব্যে]

The post রাহুল গান্ধীকে ‘অযোগ্য’ বলায় দল থেকে বহিষ্কৃত এই কংগ্রেস নেত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement