সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকা রুখতে মোদির সার্জিক্যাল স্ট্রাইকের জেরে ইতিমধ্যেই দেশে বাতিল হয়ে গিয়ে ৫০০ ও ১০০০ টাকার নোট৷ আর প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তে সাধারণ মানুষকে চরম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে৷ সাধারণ মানুষের এই সমস্যাকে ইস্যু করেই যখন কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন বিরোধীরা, তখন কংগ্রেস নেত্রীর শারীরিক অবস্থার অবনতি চিন্তায় রেখেছে কংগ্রেস কর্মীদের৷
শারীরিক সমস্যা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী৷ কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে, ভাইরাল জ্বরে ভুগেই হাসপাতালে ভর্তি রয়েছেন নেত্রী৷
প্রসঙ্গত, চলতি বছরে শারীরিক অবস্থা বিশেষ ভাল যাচ্ছে না কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির৷ আর তাই দলের কর্মসূচিতেও তাঁর উপস্থিতি তেমন লক্ষ্য করা যাচ্ছিল না৷ এই অবস্থায় কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বেই তাই দল পরিচালিত হচ্ছে৷
কংগ্রেস সভানেত্রীর এই শারীরিক অসুস্থতা এই প্রথম নয়৷ চলতি বছরের আগস্ট মাসেও শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে৷