shono
Advertisement

আরও বড় দায়িত্ব, সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন অধীর

সময়টা ভালই যাচ্ছে বহরমপুরের সাংসদের। The post আরও বড় দায়িত্ব, সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন অধীর appeared first on Sangbad Pratidin.
Posted: 04:09 PM Jul 26, 2019Updated: 04:17 PM Jul 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশে কংগ্রেসের হাল ভাল না হলেও সময়টা ভাল যাচ্ছে অধীর চৌধুরির। লোকসভায় কংগ্রেসের দলনেতা নির্বাচিত হওয়ার পর এবার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিযুক্ত হলেন তিনি। সাধারণত, প্রধান বিরোধী দলের নেতা পিএসির চেয়ারম্যান হয়ে থাকেন। কিন্তু, উপযুক্ত পরিমাণ সাংসদ না থাকায় কংগ্রেস সপ্তদশ লোকসভায় বিরোধী দলনেতার পদ পায়নি। তা সত্ত্বেও অধীরকেই পিএসির চেয়ারম্যান নিয়োগ করলেন স্পিকার ওম বিড়লা।

Advertisement

[আরও পড়ুন: কর্ণাটকে লক্ষ্যপূরণ বিজেপির, আজই মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ইয়েদুরাপ্পা]


লোকসভায় কংগ্রেসের দলনেতা নির্বাচিত হওয়ার পর সোনিয়া গান্ধী নিজে অধীরের নাম স্পিকারের কাছে সুপারিশ করেছিলেন পিএসির চেয়ারম্যান হওয়ার জন্য। তবে, এই পদের জন্য মনোনয়ন দেন আরও বেশ কয়েকজন সাংসদ। শেষপর্যন্ত স্পিকার অধীরকেই বেছে নেন। এবারের পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে মোট ২২ জন সদস্য আছেন। এদের মধ্যে ১৫ জন লোকসভার সদস্য এবং ৭ জন রাজ্যসভা সদস্য। লোকসভার ১৫ জন সদস্যের মধ্যে ৯জনই বিজেপির সদস্য। বাকি ৬ জন সদস্যের মধ্যে একজন করে বিজেপির জোটসঙ্গী শিব সেনা এবং জেডিইউ-এর সাংসদ। একজন করে সাংসদ রয়েছেন বিজেপি ঘেঁষা ওয়াইএসআর কংগ্রেস পার্টি এবং বিজেডির। একজন সাংসদ কংগ্রেসের এবং একজন ডিএমকের। স্বাভাবিকভাবেই অধীরবাবুর পক্ষে এই কমিটিতে আধিপত্য তৈরি করা যথেষ্ঠ কঠিন কাজ হবে।

এদের মধ্যে ১৫ জন লোকসভার সদস্য এবং ৭ জন রাজ্যসভা সদস্য। লোকসভার ১৫ জন সদস্যের মধ্যে ৯জনই বিজেপির সদস্য। বাকি ৬ জন সদস্যের মধ্যে একজন করে বিজেপির জোটসঙ্গী শিব সেনা এবং জেডিইউ-এর সাংসদ। একজন করে সাংসদ রয়েছেন বিজেপি ঘেঁষা ওয়াইএসআর কংগ্রেস পার্টি এবং বিজেডির। একজন সাংসদ কংগ্রেসের এবং একজন ডিএমকের।

[আরও পড়ুন: পোকার বিষ্ঠায় কৃষ্ণকায় শ্বেত তাজমহল, যমুনার স্রোত বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের]


বৃহস্পতিবারই স্পিকার ওম বিড়লার প্রশংসায় পঞ্চমুখ হন অধীর। তিনি দাবি করেন, যেভাবে সংসদের প্রথম অধিবেশনে মাননীয় স্পিকার বিরোধীদের বলার সুযোগ দিচ্ছেন তাতে তিনি এই মুহূর্তে কমনওয়েলথ দেশগুলির মধ্যে সেরা স্পিকার ওয়ে উঠতে পারেন। উল্লেখ্য, লোকসভার চলতি অধিবেশন সাম্প্রতিককালের সবচেয়ে ব্যস্ত অধিবেশন। এখনও পর্যন্ত ১৫টি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। যা সাম্প্রতিককালের নজিরবিহীন।

The post আরও বড় দায়িত্ব, সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন অধীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement