shono
Advertisement

মাথায় নেই হেলমেট, বহরমপুর বাইপাসে বাইক স্টান্ট অধীরের

ছুটির সকালে ফের পুরনো মেজাজে প্রদেশ কংগ্রেস সভাপতি।
Posted: 02:49 PM Oct 15, 2023Updated: 03:12 PM Oct 15, 2023

কল্যাণ চন্দ, বহরমপুর: পরনে গেরুয়া শার্ট ও টুপি। এনফিল্ড বাইকের চালকের আসনে অধীর। মাথায় নেই হেলমেট। কখন দুহাত ছেড়ে পাখির ভঙ্গিমায় চালালেন বাইক। আবার কখনও বাইক চালানোর ফাঁকে করলেন নমস্কার। রবিবার সকালে রাস্তার পাশে দাঁড়িয়ে অধীরের বাইক স্টান্ট দেখলেন অনেকেই। স্থানীয়রা বলছেন, যেন ফের তিন দশক আগের সময়ে ফিরে গিয়েছেন অধীর। 

Advertisement

[আরও পড়ুন: পাশে পড়ে কন্ডোম, মহিলার বিবস্ত্র দেহ উদ্ধারে ক্রমশ জোরাল ধর্ষণ করে খুনের সন্দেহ]

বহরমপুরের বাইপাস রাস্তা উদ্বোধন করতে গিয়ে মোটরবাইক চালালেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। বহরমপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের বিকল্প এই বাইপাস। রবিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পুজোর আগে বহরমপুর শহরের যানজট কমাতে এই রাস্তার উদ্বোধন করেন তিনি। যদিও এখনও পর্যন্ত ভাগীরথী নদীর উপর ৯ কিলোমিটার দীর্ঘ দুলেন রাস্তার কাজ অসম্পূর্ণ।
ডিসেম্বরের মধ্যে এই কাজ সম্পূর্ণ হবে বলেই জানান তিনি।

পথ দুর্ঘটনা রুখতে ‘সেফ ড্রাইভ, সেভ লাইভ’ প্রচারে জোর দেওয়া হয়েছে। অথচ হেলমেট ছাড়া অধীরের বাইক স্টান্ট নিয়ে স্বাভাবিকভাবেই বিতর্ক দানা বেঁধেছে। অধীরের কাণ্ডজ্ঞানহীন আচরণ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। শোনা গিয়েছে, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ব্যবস্থা নিতে চলেছে পুলিশ।
দেখুন ভিডিও:

 

[আরও পড়ুন: বছর আটেকের ছোট স্বামীর সঙ্গে নিত্য অশান্তি, গলার নলি কেটে স্ত্রীকে ‘খুন’ যুবকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার