shono
Advertisement

শিবরাজ সিং চৌহানের পরিবার নিয়ে কটাক্ষ, বিতর্কিত মন্তব্য মধ্যপ্রদেশের কংগ্রেস নেতার

ভিডিওতে শুনুন ওই কংগ্রেস নেতার বক্তব্য।
Posted: 08:26 PM Oct 12, 2020Updated: 09:11 PM Oct 12, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পরিবার সম্পর্কে এক কংগ্রেস নেতার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মধ্যপ্রদেশের রাজনীতিতে। ওই কংগ্রেসের নেতার মন্তব্যের জবাবে পালটা জবাব দিয়েছেন শিবরাজও।

Advertisement

ঘটনাটির সূত্রপাত হয় রবিবার। একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে ব্যক্তিগত আক্রমণ করেন কংগ্রেস নেতা দীনেশ গুজ্জর (Dinesh Gurjar)। শিবরাজ কৃষকদের রক্ত খাচ্ছে বলেও অভিযোগ করেন। বলেন, ‘রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান হতদরিদ্র পরিবারে (nange-bhookhe) জন্মগ্রহণ করেছেন। কিন্তু, কমল নাথ সেই রকম পরিবারের সন্তান নন। তিনি ভারতের ২ নম্বর শিল্পপতি। একসময়ে শিবরাজের কাছে পাঁচ একর জমি ছিল। কিন্তু, এখন দুর্নীতি করে হাজার হাজার একর জমি কিনেছেন তিনি। কৃষকদের রক্ত চুষেই এই সব জমি আয়ত্তে এনেছেন তিনি।’

[আরও পড়ুন: ‘অন্য দেশের সঙ্গে হাত মেলানো রাষ্ট্রদ্রোহিতা’, ফারুক আবদুল্লাকে বিঁধলেন সম্বিত পাত্র ]

সোমবার কংগ্রেস নেতার এই মন্তব্যের জবাবে শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan) টুইট করেন, ‘হ্যাঁ আমি খুবই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছি। আর তাই যাঁরা ক্ষিদের জন্য কষ্ট পাচ্ছেন তাঁদের কষ্টটা বুঝি। হ্যাঁ, আমি গরিব, এই জন্যই গরিব ছেলেমেয়ের একজন কাকা হিসেবে পড়িয়েছি। গরিব পরিবারের বলেই আমি দরিদ্র বাবা-মায়েদের তাঁদের মেয়ের বিয়েতে সাহায্য করেছি। হ্যাঁ আমি গরিব, তাই প্রতিটি গরিব মানুষের দুঃখ-যন্ত্রণা অনুভব করতে পারি।’

অন্য একটি টুইটে কংগ্রেসকে আক্রমণ করে লেখেন, ‘এটাই কংগ্রেসের মানসিকতা। ওরা এই ধরনের চিন্তাভাবনাই করে। ভাবে একজন কৃষকের সন্তান কীভাবে একজন বিখ্যাত শিল্পপতির মুখোমুখি হবে? কিন্তু, ওরা জানে না একজন কৃষকের সন্তান শুধুমাত্র মানুষের কাছে মাথা নত করবে। তার পুরো জীবনটাই সাধারণ মানুষের জন্য উৎসর্গ করা। তবে এই ঘটনায় কংগ্রেসের দাসসুলভ মানসিকতার পরিচয় পাওয়া গিয়েছে।’

[আরও পড়ুন: অবশেষে মুক্ত লিবিয়ায় অপহৃত ৭ ভারতীয়, শীঘ্রই ফিরবেন দেশে, জানাল বিদেশমন্ত্রক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement