সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য মানচিত্র খণ্ডিত হয়েছে জম্মু ও কাশ্মীরের। কারণ, উপত্যকা অঞ্চল থেকে তুলে নেওয়া হয়েছে ৩৭০ ধারা। মোদী সরকারের এই সিদ্ধান্ত গোটা দেশ জুড়ে যেমন জোর সমালোচিত হয়েছে, ঠিক তেমনি প্রশংসিতও হয়েছে। সাধারণ মানুষ থেকে তারকা, জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ নিয়ে রীতিমতো দ্বিধাবিভক্ত গোটা দেশ। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তথা কংগ্রেস নেত্রী উর্মিলা মাতন্ডকর।
[আরও পড়ুন: সাত বছর ধরে বলিউডের দুয়ারে ঘুরে হতাশ, আত্মঘাতী উঠতি অভিনেত্রী]
একটু দেরীতে হলেও, ৩৭০ ধারার অবলুপ্তি প্রসঙ্গে মন্তব্য দিতে গিয়ে বেজায় চটে গিয়েছেন তিনি। উল্লেখ্য, চলতি বছরই লোকসভা নির্বাচনের সময়ে রাজনীতির ময়দানে নেমেছেন বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। কেন্দ্রীয় সরকারের বিরোধী দল কংগ্রেসের হয়ে ভোট লড়েছেন। দলের হয়ে প্রচারের সময়ে ভাল সাড়া ফেলতে পারলেও ফলাফলে কিন্তু মুখ থুবড়ে পড়েছেন তিনি। কাশ্মীরি এক মডেলকে বিয়ে করলেও স্বামীকে নিয়ে মুম্বইতেই থাকেন।
৩৭০ ধারার অবলুপ্তি প্রসঙ্গে সদ্য কংগ্রেসে যোগ দেওয়া উর্মিলা জানান, তাঁর শ্বশুর-শাশুড়ির সঙ্গে গত ২২ দিন ধরে তাঁদের কোনও যোগাযোগ নেই। অভিনেত্রীর স্বামী মহসিন আখতার মীর কোনওভাবেই তাঁর বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। অথচ ক্রমাগত কাশ্মীরে বসবাসকারী মীরের বাবা-মায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। মোদী সরকার যেভাবে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ বিলোপ করেছে, তা এক কথায় ‘অমানবিক’ বলেও দাবি করেন বলিউড অভিনেত্রী।
[আরও পড়ুন: এনআরএস কাণ্ড এবার বড়পর্দায়, পরিচালনায় অগ্নিদেব চট্টোপাধ্যায়]
এরপর উর্মিলা আরও জানান, তাঁর শ্বশুর-শাশুড়ি দু’জনেই অসুস্থ। উচ্চ রক্তচাপ তাঁদের সব সময়ের সঙ্গী। তাঁদের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত ওষুধটুকু রয়েছে কি না, সে বিষয়েও জানতে তাঁরা অপারগ। বলতে বলতেই ক্ষোভ উগরে দেন উর্মিলা। প্রসঙ্গত কাশ্মীরের ব্যবসায়ী পরিবারের ছেলে মহসিন আখতার মীরকে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। বিয়ের এক বছর পার করতে না করতেই কংগ্রেসে যোগ দেন তিনি।
The post কাশ্মীরে অসুস্থ শ্বশুর-শাশুড়ির সঙ্গে যোগাযোগ ছিন্ন, ৩৭০ ইস্যুতে ক্ষুব্ধ উর্মিলা appeared first on Sangbad Pratidin.