shono
Advertisement

শিয়রে নির্বাচন, ‘হাউডি মোদি’র প্রশংসায় পঞ্চমুখ মুম্বই কংগ্রেসের শীর্ষ নেতা

পালটা টুইটে কংগ্রেস নেতাকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ The post শিয়রে নির্বাচন, ‘হাউডি মোদি’র প্রশংসায় পঞ্চমুখ মুম্বই কংগ্রেসের শীর্ষ নেতা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:42 PM Sep 24, 2019Updated: 03:42 PM Sep 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হাউডি মোদি’র প্রশংসায় পঞ্চমুখ মুম্বই কংগ্রেসের প্রাক্তন সভাপতি মিলিন্দ দেওরা৷ টুইট করে এই কর্মসূচির প্রশংসা করলেন তিনি৷ পালটা টুইটে কংগ্রেসের এই শীর্ষ নেতাকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পরস্পরের প্রশংসা করে দুই নেতার এই টুইট চালাচালিতে, মহারাষ্ট্র নির্বাচনের আগে অন্য গন্ধ পেতে শুরু করেছে রাজনৈতিক মহল৷

Advertisement

[ আরও পড়ুন: ‘আমেরিকায় নেহেরুও জনপ্রিয় ছিলেন’, ভুল ছবি পোস্ট করে হাসির খোরাক শশী থারুর ]

ঘটনার সূত্রপাত হয় রবিবার৷ যখন ‘হাউডি মোদি’র প্রশংসা করে টুইট করেন মিলিন্দ দেওরা৷ টুইটারে তিনি লেখেন, ‘‘প্রধানমন্ত্রী মোদির হিউস্টন বক্তৃতা ভারতের কূটনৈতিক শক্তি প্রদর্শনের অন্যতম একটি নিদর্শন৷ ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে আমার বাবা মুরলিভাই(মুরলি দেওরা)৷ ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইন্দো আমেরিকানদের অবদানের প্রশংসা করেছেন, তাতে আমরা গর্বিত৷’’ দক্ষিণ মুম্বইয়ের প্রাক্তন সাংসদের এই টুইটের পরই, পালটা টুইটে তাঁকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী৷ টুইটে নরেন্দ্র মোদি লেখেন, ‘‘ধন্যবাদ মিলিন্দ দেওরাজি৷ মার্কিনমুলুকের সঙ্গে সখ্যতা বজায় রাখতে আমার বন্ধু, প্রয়াত মুরলি দেওরাজি যে কাজ করেছে, তা সঠিক ভাবে তুমি তুলে ধরেছ৷ দু’দেশের মধ্যে এই বন্ধুত্ব চাক্ষুষ করতে পারলে উনি সত্যি খুশি হতেন৷ মার্কিন প্রেসিডেন্টের আতিথেয়তা এক কথায় অনবদ্য৷’’ এখানেই শেষ নয়, এরপর আরও একটি টুইট করেন মিলিন্দ দেওরা৷ সেখানে তিনি লেখেন, ‘‘একাধিকবার কথাবার্তায় একুশ শতকের ভারতীয় নেতাদের প্রশংসা করেছেন আমার ডেমোক্রেট ও রিপাবলিকান বন্ধুরা৷’’

[ আরও পড়ুন: রাস্তায় আইইডি বিস্ফোরণ, ছত্তিশগড়ে মাওবাদী হামলায় নিহত ৩ নাগরিক ]

তবে এই প্রথম নয়, কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পরেও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছিলেন মুম্বই কংগ্রেসের এই শীর্ষ নেতা৷ লোকসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পরই মুম্বই কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দেন মিলিন্দ দেওরা৷ চলতি মাসে তাঁর ইস্তফাপত্র গ্রহণও করেছে হাই কমান্ড৷ পাশাপাশি, দলের মিডিয়া সেলের দায়িত্ব ঝেড়ে ফেলেছেন প্রাক্তন মন্ত্রী রাজেন্দ্র দারদাও৷ সূত্রের খবর, দলত্যাগও করতে পারেন তিনি৷ মহারাষ্ট্র নির্বাচনের আগে একের পর এক কংগ্রেস নেতার এহেন আচরণে, বিতর্ক দানা বেধেছে রাজনৈতিক মহলে৷

The post শিয়রে নির্বাচন, ‘হাউডি মোদি’র প্রশংসায় পঞ্চমুখ মুম্বই কংগ্রেসের শীর্ষ নেতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার