shono
Advertisement

মাঠের বাইরে গিয়ে ক্যাচ ধরলেন ফিল্ডার, আজব আউটের ভিডিও ভাইরাল হতেই তুঙ্গে বিতর্ক

বিগ ব্যাশের ঘটনায় অবাক ক্রিকেটপ্রেমীরা।
Posted: 06:45 PM Jan 02, 2023Updated: 06:45 PM Jan 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাউন্ডারি লাইনে ঘেঁষে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে জমা পড়ছে আকাশছোঁয়া শট। লাইনের বাইরে চলে যেতে যেতে বল ছুঁড়ে দিয়ে আবারও মাঠের মধ্যে ঢুকে এসে ক্যাচ লুফছেন ফিল্ডার। ক্রিকেট মাঠে এমন দৃশ্য হামেশাই দেখা যায়। এহেন ঘটনায় ক্রিকেটের নিয়ম মেনেই আউট দেওয়া হয় ব্যাটারকে। কিন্তু এই ক্যাচের ধরণ নিয়েই বিতর্ক তৈরি হল বিগ ব্যাশে (Big Bash)। বাউন্ডারি লাইনের বাইরে দাঁড়িয়ে ক্যাচ ধরলে ব্যাটারকে আউট দেওয়া যাবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে নেটিজেনদের মধ্যে।

Advertisement

বিগ ব্যাশ লিগে মুখোমুখি হয়েছিল ব্রিসবেন হিট ও সিডনি সিক্সার্স। প্রথমে ব্যাট করে ২২৪ রান তোলে ব্রিসবেন। জবাবে ২০৯ রানে গুটিয়ে যায় সিডনি। তিন উইকেট তুলে তাদের ইনিংস গুঁড়িয়ে দেন বোলার মাইকেল নেসার। কিন্তু ম্যাচের শেষে তাঁরই একটি ক্যাচ নিয়ে বিতর্ক শুরু হয়। ব্যাটারের শট আদৌ সঠিকভাবে তালুবন্দি করেছেন কিনা, তা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা। তাঁর ক্যাচের ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

[আরও পড়ুন: ‘রোনাল্ডো নয়, মেসিকেই দলে চেয়েছিলাম’, আল নাসের কোচের মন্তব্যে বিতর্ক]

ঠিক কী হয়েছিল? সিডনি ইনিংসের ১৯ তম ওভার চলাকালীন লং অফের দিকে আকাশছোঁয়া শট মারেন জর্ডান সিল্ক। বাউন্ডারি লাইনের ঠিক সামনেই ক্যাচ ধরেন নেসার। পড়ে যাচ্ছেন বুঝতে পেরেই বলটি শূন্যে ছুঁড়ে মাঠের বাইরে বেরিয়ে যান তিনি। বাউন্ডারি লাইনের বাইরে দাঁড়িয়েই ক্যাচ লোফেন নেসার। তারপরে আবারও বল ছুঁড়ে দেন তিনি। অবশেষে মাঠের মধ্যে ঢুকে ক্যাচটি ধরেন। আম্পায়ারের কাছে আউটের আবেদনও করেন। ব্যাটারকে আউট ঘোষণা করে দেওয়া হয়। সহমত না হলেও আম্পায়ারের কথা মেনে মাঠ ছেড়ে বেরিয়ে যান ব্যাটার সিল্ক।

কিন্তু ম্যাচ শেষ হতেই বিতর্ক শুরু হয়ে যায়। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, ফিল্ডার যদি বাউন্ডারি লাইনের বাইরে বল ধরেন, তাহলে তাকে আউট দেওয়া যায় না। উলটে ছয় রান দেওয়া উচিত ব্যাটারকে। কিন্তু মাঠের মধ্যে সেই নিয়মের ব্যতিক্রম হল। গোটা ঘটনায় ক্ষিপ্ত ক্রিকেটভক্তরা। একজন বলেছেন, “আমি তো ফিল্ডারদের বলব, বাউন্ডারি লাইনের বাইরেই যেন সকলে দাঁড়ান। তাহলেই ক্যাচ ধরতে সুবিধা হবে।” আরেক ক্রিকেটপ্রেমীর মতে, “নেসার তো দশ মিনিট ধরে মাঠের বাইরে লাফালাফি করছিল। ক্রিকেট নিয়মের এমন অপব্যবহার মেনে নেওয়া যায় না।” 

[আরও পড়ুন: ‘চালক রাখা উচিত ছিল’, পন্থের দুর্ঘটনায় উদ্বিগ্ন কপিল দেব]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement